নাগপুরের ধামনায় একটি বিস্ফোরক তৈরির ক🐼ারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সেই🍎 বিস্ফোরণের জেরে অন্তত ৬জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ৪ নারীসহ কয়েকজন জন নিহত হয়েছেন বলে খবর। আমাদের তদন্ত চলছে। আমাদের দল, ক্রাইম ব্রাঞ্চ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে,' পুলিশ কমিশনার রবীন্দ্র সিঙ্ঘল এএনআইকে বলেছেন।
সূত্রের খবর, শহর থেকে ২৫ কিলোমিটার দূরে হিঙ্গনা থানার অন্তর্গত ধামনা গ্রামে চাম𝕴ুন্ডি এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড🧔ে বিস্ফোরণ ঘটে।
স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুপুর ১টা নাগাদ শ্রমিকরা যখন বিস্ফোরক প্যাক করছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। শ্রমিকদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে।
তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে নাগপুরে ছয়জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতিন গডকড়ী বলেন, ’'আমি খুবই দুঃখিত এবং সমবেদনা জানাচ্ছি।'
এনসিপি-🀅এসসিপি ন🌸েতা অনিল দেশমুখ জানিয়েছেন, ইউনিটের ম্যানেজার ও মালিক পলাতক।
‘ধামনা গ্রামের কাছে একটি বিস্ফোরক কারখানায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটেছে বিকেলে। ইউনিটের ম্যানেজার ও মালিক পলাতক রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরক বিভাগের একটি দল এখানে রয়েছে এবং আরও তদন্ত চলছে, ’মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এএনআইকে একথা বলেছেন।
গত মাসে ২৩ মে থানে জেলার ডোম্বিভলি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্🀅তত ৫ জন নিহত ও ৫৬ জন গুরুতর আহত হন। অ্যাম্বার কেমিক্যাল কোম্পানিতে বয়লার ౠবিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়া দেখা গেছে।
মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামাত ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং কয়েক ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চলেছিল।
অন্য একটি ঘটনায় ১৮ জানুয়ারি থানেতে একটি রাসা🌱য়নিক কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয় এবং চারজন আহত হন। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ড্রাম ভরা কিছু রাসায়নিক পদার্থ বিস্ফোরিত 💧হয়ে ছিটকে যাওয়ায় বাইরে দাঁড়িয়ে থাকা 🐲টেম্পো ও গাড়িতেও আগুন লেগে যায়।
এদিকে🍷 এর আগে বাংলাতেও এই ধরনের বিস্ফোরণের ঘটনা হয়েছিল। এবꦦার নাগপুরে যেন তারই ছায়া। বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা।