Claim : গ্রাফিকে গণশক্তির বুথফেরত সমীক্ষা দেখা যাচ্ছে যেখানে সিপিআইএম পশ্😼চিমবঙ্গের লোকসভা ২০২৪ নির্বাচনে ৩১টি সিট পেয়েছে
Claimed By : Facebook Users
Fact Check : False
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক গ্রাফিকে সিপিআইএম (CPI-M) দলের মুখপত্র গণশক্তি (Ganashakti) পত্রিকার নাম করে দাবি ক🃏রা হয় ওই পত্রিকার করা বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম পাবে ৩১টি আসন, তৃণমূল কংগ্রেস ৭টি আসন, বিজেপি ৩টি ও অন্যান্যরা পাবে ১টি আসন।
বুম যাচাই করে দেখে গণশক্তির তরফ থেকে এমন কোনও বুথফেরত সমী🧔ক্ষা প্রকাশ করা হয়নি। এবিষয়ে আমরা গণশক্তি💞 পত্রিকার সহ সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করলে তিনি ভাইরাল এই দাবি ভুল বলে জানান।
বিভিন্ন সংবাদমাধ্যম যেকোনও সাধারণ নির্বাচনের আগে ও পরে জনসাধারণের মধ্যে সমীক্ষা করে কোন রাজনৈতিক দল কটি আসনে জিতবে তার প্রবণতা বিচার করে। নির্বাচনের আগে করা সমীক্ষাগুলিকে ওপিনিয়ন পোল বলে, যেমন সি-ভোটার সমীক্ষা একটি। এছাড়া, আরেক ধরণের সমীক্ষা হল বুথফেরত সম🗹ীক্ষা। বুথফেরত 🔯সমীক্ষা হয় নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের পর যা ভোটারদের মত সংগ্রহ করে। পশ্চিমবঙ্গে সাত দফার ২০২৪ সালের লোকসভা নির্বাচন শেষ হবে ১ জুন।
ভাইরাল গ্রাফিকটিতে ‘গণশক্তি এক্সিট পোল’ লেখার নিচে ‘পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪" লেখাটি দেখা যায়। গ্রাফিকে দেওয়া একটি বার গ্রাফ অনুযায়ী সিপিএমের জয়ী হওয়ার সম্ভবনা ৩১ টি আসনౠে, তৃণমূল কংগ্রেস ৭টি আসনে, বিজেপি ৩টি ও অন্যান্য ১টি আসনে জয়ী হতে পারে। ফেসবুকে এই গ্রাফিকটি শেয়ার করে এক ব্যবহারকারী ফেসবুকে ক্যাপশন হিসাবে লিখেছেন, "ওহ আচ্ছা!!!’
পোস্টটি দেখুন , আর্কাইভ দেখুন ।
আরও একজন ফেসবুক ব্যবহারকারী পোস🐷্টটি শ⛎েয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘-ওহঃ তাই নাকি’।
পোস্টটি দেখুন , আর্কাইভ দেখুন ।
বুম গ্রাফিকটির সত্যতা যাচাই করতে প্রথমেই গণশক্তির ওয়েবসাইটে গিয়ে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত তারা কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কিনা তা খুঁজে দেখে। কিন্তু, আমরা এধরণের কোনও 𒐪প্রতিবেদন খুঁজে পাইনি।
এরপর আমরা এবিষয়ে গণশক্তির সহ সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করলে তিনি দাবিটি নস্যাৎ করে বলেন, ‘এধরণের কোনও সমীক্ষা গণশক্তি পত্রিকার তরফ থেক♚ে প্রকাশ করা হয়নি।’
এছাড়া, বুথফেরত সমীক্ষা সংক্রান্ত ভারতের নির্বাচন কমিশন কিছু নিয়মাবলী প্রকাশ করে। এই নিয়ম অনুযায়ী ভারতের কোনও সংবাদমাধ্যম ২০২৪ সালের লোকসভা নির্বাচন 🀅চলাকালীন কোনও বুথফেরত সমীক্ষা প্রকাশ করতে 𒀰পারবে না।
আমরা এক্সে ভারতের নির্বাচন কমিশনের ১৯ এপ্রিল ২০২৪ তারিখে করা একটি পোস্ট দেখতে পাই। ওই পোস্টটির ক্যাপশন থেকে আমরা জানতে পারি নির্বাচন কমিশন ১৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৭টা থেকে ১ জুন ২০২৪ তারিখ সন্ধ্✃যে ৬:৩০টা অবধি বুথফেরত সমীক্ষা প্রকাশ করা নিষিদ্ধ ঘোষণা করেছে।
পোস্টটি দেখুন ।
এছাড়াও, বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয় শেষ♒ দফার নির্বাচনের পরে এবং এখনও অবধি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পাঁচ দফার নির্বাচন হওয়া বাকি আছে। তাই, ব💮ুথফেরত সমীক্ষা এখনও প্রকাশ করা সম্ভব নয়।
(এই খবরটি Boom দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি ꩵহিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।
প্রাথমিকভাবে প্রকাশিত খবরটি এখানে: -এর লিংক)