আবার ভুয়ো কলসেন্টারের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। কলকাতা পুলিশ শহরের নিউ আলিপুর এলাকায় একটি ভুয়ো কলসেন্টারের সন্ধান পেয়েছে। সেখানে অভিযানে নেমে পুলিশ অন্তত আটজনকে গ্রেফতার করে🃏ছে। তারা এক মার্কিন নাগরিকের সঙ্গে প্রায় ১ 🌠কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণা করেছে বলে অভিযোগ।
আসলে এফবিআই গোটা বিষয়টি সিবিআই ও ইন্টারপোলকে জানিয়েছিল। এরপর কলকা🐠তা পুলিশের সাইবার শাখা এনিয়ে তদন্তে নামে।
পুলিশ সূত্রে ও একাধিক মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, পুলিশ খবর পেয়ে নিউ আলিপুর এলাকায় অভিযানে নামে। সেখান থেকে আটজনকে গ্রেফতার করে পুলিশ। আর কেউ যুক্ত কি🔯 না এই চক্রে সেটাও দেখা হচ্ছে। একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি হার্💫ড ডিস্কও পুলিশ বাজেয়াপ্ত করেছে। ওই কল সেন্টারের মাধ্য়মে এক মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ১,৪৪,০০০ মার্কিন ডলার প্রতারণার মামলায় নাম জড়িয়েছে ওই কলসেন্টারের।
কিন্তু ওই আমেরিকানের সঙ্গে কীভাবে প্রতারণা করা হল? প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ভয়েস ওভার ইন⛄্টারনেট প্রটোকলের মাধ্যমে এই কাজ করা হত। তারা নিজেদের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির লোকজন বলে দাবি করতে থাকে। এরপর তাকে নানা কথা বলে তার কাছ থেকে মার্কিন ডলার আদায় করা হয়। প্রসঙ্গত ওই এজেন্সিটি আমেরিকার সাইবার স্পেসের সুরক্ষায় কাজ করে। আর সেই এজেন্সির নাম করে নিউ আলিপুর থেকে ফোন করে মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণার অভিযোগ।
এটা সরাসরি যেভাবে ফোন করা হয় সেই প্রযুক্তিতে ফ﷽োন করা হয় নি। ইন্টারনেটের মাধ্যমে এই ফোন করা হয়। স্টিং অপারেশনের নাম করে ওই মহিলার কাছ থে🌞কে অর্থ আদায় করা হয়। বলা ভালো কৌশলে তার কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়। তবে ওই ব্যক্তিরা আরও মার্কিন নাগরিককে এভাবে টুপি পরিয়ে অর্থ আদায় করেছে কি না সেটা দেখা হচ্ছে। শহরে আর কোথাও থেকে এই কাণ্ড ঘটানো হত কি না বা আর কারা এই চক্রের সঙ্গে যুক্ত সবটাই খতিয়ে দেখা হচ্ছে।