সদ্য একের পর এক জঙ্গি হানায় রক্তাক্ত কাশ্মীর। কখনও ভিনরাজ্যের শ্রমিকদের টার্গেট করে হামলা তো কখনও সেনা কনভয়ে হামলা। পরপর জঙ্গি হানায় ফের একবার সন্ত্রাসের আতঙ্ক ভূস্বর্গে। এদিকে, সদ্য নির্বাচনের পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর তখতে এসেছেন ওমর আবদুল্লা। এদিকে, ওমরের বাবা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সদ্য এই🍬 জঙ্গি হামলা নিয়ে মুখ খুলেছেন। ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আ꧟বদুল্লা তাঁর বক্তব্যে সন্ত্রাস নিয়ে সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
ফারুক আবদুল্লা বলেন,' এগুলো (জঙ্গি হামলা) চলবে যতক্ষণ না যথার্থ সমাধান আসছে। আমরা জানি এর মূল কোথায়। আমি ১৯৮৪ সাল থেকে এসব দেখছি, এই সন্ত্রাসবাদ বন্ধ হচ্ছে না। আমাদের বহু সাথী শহিদ হয়ে গিয়েছেন, তবুও বন্ধ হয়নি। প্রতি বছর হয়। যারা করছে এসব, তাদের আপনারা জানেন… ওরা ভাবে এতে কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে, এই ভুল ধারণায় আছে… কাশ্মীর ১৯৪৭ সালে ঠিক করে নিয়েছিল যে আমরা পাকিস্তান যাব না। আর ওরা যদি মনে করে যে এতে ওরা কিছু করতে পারবে…তাহলে ওরা নিজেদের বরবাদ করছে ꦅআর আমাদেরও বরবাদ করছে।'
( Minahil Malik Vid🌜eo Case: পাকিস্তানে শোরগ𝄹োল মিনাহিল মালিককে নিয়ে! কে তিনি? কী ঘটেছে তাঁর সঙ্গে?)
( Mama𒊎ta on Snake: ‘ছোবল মারলে এক সেকেন্ডে শেষ, ট্রিটমেন্টের সুযোগ🎶 পায়না’, কোন সাপের কথা বললেন দিদি?)
ফারুক আবদুল্লার সাফ কথা ‘ওরা ধ্বংস করে যাচ্ছে… ওদের এটা বন্ধ করা দরকার, এভাবে চলতে থাকলে, এমন একদিন আসবে, যখন আর (ওদের) কিছু বেঁচে থাকবে না। আর এটাই যদি ওরা চায়, তাহলে তার জন্য যেন ওরা প্রস্তুত থাকে। যদি জল উপরে উঠতে থাকে ঘড়ার, তাহলে আর সহ্য করা হবে না।’ উল্লেখ্য, কাশ্মীরে গত দুই সপ্তাহে ২০ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে পোর্টার, সাধারণ নাগরিক, সেনা জওয়ান, শ্রমিক সহ সমাজের নানান স্তরের মানুষ রয়েছেন। এদিকে, এখনও জঙ্গিদের পাকড়াও করা যায়নি বলে খবর। অন্যদিকে, লাগাতার জঙ্গি হামলার মাঝে দিল্লি ছুটে গিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেখানে তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করেন। শোনা যাচ্ছে বৈঠকে কাশ্মীরের রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও কথা হয়েছে। এদিকে,🧸 কাশ্মীরে, গান্দেরবাল, ত্রাল, গুলমার্গে পর পর চলেছে জঙ্গি হামলা।