নিজের বাবার শ্রাদ্ধের দিন ফুড ব্লগিং করে তা ইউটিউবে পোস্ট করেছিলেন এক তরুণী। সেই ফুড ভ্লগই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তরুণীর ‘অসংবেদনশিলতা’য় অবাক নেটিজেনরা। একাধিক জন এই ভিডিয়ো ফেসবুক, টুইট🐲াক, ইনস্টাগ্রামে শেয়ার করছেন বা পোস্ট করছেন। জানা গিয়েছে, আদতে ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছিল। ভ্লগের তরুণীর নাম – রুহি রাই।
বাবার শ্রাদ্ধের দিন, মুখে নেই কোনও দুঃখের ছাপ। অতি সাধারণ ভাবেই নিজের ফলোয়ারদের বাবার শ্রাদ্ধের দিনের মেনু বতলে থাকেন রুহি। রুহি জানান, বাবার শ্রাদ্ধ বলে তিনি সেদিন একটি মাত্র বেলায় নুন-তেল দেওয়া খাবার খেতে পারবেন। তবে তাঁর দাবি, তিনি মিষ্টি জাতীয় খাবার সারাদিনই খেতে পারবেন। ব্রেকফাস্টে তাই তিনি বাইরে থেকে খাবার আনান। তিনি ড্রাইফ্রুট ওটমিল খান ব্রেকফাস্টে। সেটা নাকি তাঁর খুবই ভালো লাগে। তিনি সেটাকে ১০-এ ৮ নম্বর দেন। এরপর লাঞ্চে তিনি বন্ধুর বাড়িতে গিয়ে মায়ের হাতে তৈরি মেথি পরোঠা এবং আলুর সবজি খান। এই খাবারটিকে তিনি ১০-এ ১০ দেন। এরপর ♋তিনি বন্ধুর সঙ্গে বাইরে গিয়ে পᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিঙ্ক লেমেনড খান। যেটা তাঁর খুবই বাজে লাগে খেতে। তিনি সেটাকে ১০-এ মাত্র ২ রেটিং দেন। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এই ভি🦩ডিয়োটি টুইটারে পোস্ট করেছিলেন এক নেটিজেন। তিনি দাবি করেন, ভিডিয়ো দেখে তিনি হতবাক। সেই ভিডিয়োতে অনেকেই বিরূপ মন্তব্য পেশ করেন। একজন লেখেন, ‘দয়া করে এই তরুণ মেয়েদের কেউ এটা বোঝাও য🐬ে সবকিছুই কনটেন্ট হয় না। এই বিষয়ে বেশি সাহসী হওয়াটা কোনও কাজের কথা নয়। এই সব কন্টেন্ট শিশু এবং যুবসমাজ দেখে? এই পৃথিবীতে হচ্ছে টা কী।’ একজন পরে দাবি করেন যে এই ইনফ্লুয়েন্সার এই ভিডিয়োটি নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন।