ডি ডস সাইবার হামলা নাকি বাংলাদেশে দেখা গিয়েছে! সদ্যই এমনটা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। এই ডি ডস সাইবার হামলা কী? এটার অর্থ বা ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস সাইবার হামলা। এই হামলার বিষয়টি নজরে আসার পরেই এই টিম বাংলাদেশ সরকারকে সচেতন করেছে এবং যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিতে বলেছে দেশের গুরুত্বপূর্ণ তথ্যর সঠিকভাবে রাখার জন্꧒য।
তারেক এম বরকতউল্লাহ, বিজি🐈ডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক দ্বারা সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দিন এই কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে যে এটা আসলে এক ধরনের সাইবার হামলা, যেখানে হ্যাকাররা তাঁদের কাছে থাকা কোনও বটনেট ব্যবহার করে নির্দিষ্ট কোনও আইটি পরিকাঠামোত🐻ে হামলা চালায় বা চালাতে পারে। যাতে সেই একটি পরিকাঠামোটি যথাযথ সার্ভিস না দিতে পারে, সেটার জন্যই এই হামলা করা হয়।
ইউডিপি ফ্লাড, টিসিপি এসওয়াইএন ফ্লাড, আইপি ফ্র্যাগমেন্ট ফ্লাড সহ একাধিক ভেক্টরের খোঁজ মিলেছে এই ডি ডস সাইবার হ🍰ামলায়। এমনটাই জানানো হয়েছে ཧজারি হওয়া সেই বিজ্ঞপ্তিতে। তাই বাংলাদেশ সরকারকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে সঠিক ভাবে সুরক্ষা প্রদান এবং সুরক্ষা পরিকাঠামোকে উন্নত করতে বলা হয়েছে বিশেষজ্ঞদের তরফে।