চলতি মাসের শুরুতেই মোবাইল ফোনের রিচ𓃲ার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে রিলায়েন্স Jio. তার জেরে এক ধাক্কায় খরচ বেড়েছে গ্রাহকদের। সঙ্গে একাধিক মহল থেকে রিচার্জ প্ল্যানের দাম কমানোর দাবিও উঠেছে। দাবি জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও। এই পরিস্থিতিতে নিজেদের একাধিক প্ল্যানের দাম পুনর্বিবেচনা করল সংস্থাটি। একাধিক প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। সোমবার জিওর তরফে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন - তৃণমূলে এমন কোনও নেতা নেই যিনি…, মমত🍸ার ‘বিবেকবান চাই꧙’ মন্তব্যকে কটাক্ষ দিলীপের
পড়তে থাকুন - টিউশন 🃏পড়ে প্রেমিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ২ নাবালিকা, পরিণত হল ভয়ানক
জিও জানিয়েছে, এবার থেকে ৩৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের বদলে ৩০ দিন ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা। এটাই জিওর সব থেকে সস্তা প্ল্যান🍰। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এছাড়া ১,১৯৯ টাকার প্ল্যান বন্ধ করে ꦡ৯৯৯ টাকার নতুন প্ল্যান এনেছে জিও। এই প্ল্যানের অধীনে ৮৪ দিনের ভ্যালিডিটি ও রোজ ৩ জিব🌳ি করে ডেটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। এবার ৯৯৯ টাকার প্ল্যানে ৯৮ দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা। তবে রোড ৩ জিবির বদলে ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে ব্যবহার করা যাবে আনলিমিটেড 5G.
আরও পড়ুন - আদালের নির্দেশে অযোগ্যদের ♓জেরায় শিক্ষা দফতরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ CBIএর
এছাড়া ১,০৪৯ টাকার প্ল্যানটিও বাতিল করে দিয়েছে Jio. এই প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি, রোজ ২ জিবি করে ডেটা। আনলিমিটেড 5G ও সোনি লিভ ও জ়ি ফাইভের সাবক্রিপশন পাওয়া যেত। তার জায়গায় ৯৪৯ টাকার প্ল্যান এনেছে জিও। য💯েখানে ৮৪🍒 দিনের ভ্যালিডিটি, ২ জিবি করে ডেটা ও ডিজ়নি + হটস্টারের সাবক্রিপশন পাওয়া যাবে।