পলাতক জাকির নায়েক এখন কাতারে। বিশ্বকাপ চলাকালীন ধর্মপ্রচার করবেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা জাকির। সেই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে প্রশ্ন করা হলে খুবই দ😼ায়সারা জবাব দিলেন তিনি। দাকির প্রসঙ্গে হরদীপ বলেন, ‘আমার মনে হয় ভারত বিষয়টি উত্থাপন করবে। আর বিষয়টা হল সে মালয়েশিয়ার নাগরিক। তাই তাকে কোথায় আমন্ত্রণ জানানো হয়েছে, আমার জানা নেই।’
প্রসঙ্গত, বিশ্বকাপের সময় কাতারে থাকছে ধর্মপ্রচারক জাকির নಌায়েক। পুরো বিশ্বকাপের সময় একাধিক ধর্মীয় ভাষণ দেবে জাকির। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ ওঠে, বিশ্বকাপের জন্য জাকিরকে আমন্ত্রণ জানিয়েছে কাতারই। এদিকে ভারতের ‘বন্ধু’ হিসেবেই পরিচিত কাতার। বিশ্🍨বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমনন্ত্রণ জানানো হয়েছিল ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। এই পরিস্থিতিতে স্বভাবতই কাতারকে ‘চটাতে’ চায় না ভারত। যদিও এর আগে নুপূর শর্মার ইস্যু নিয়ে কাতার নিজেদের ‘অসন্তোষ’ ব্যক্ত করেছিল ভারতের কাছে। এখন সেই দেশে আয়োজিত বিশ্বকাপ ঘিরেই একের পর এক বিতর্ক।
উল্লেখ্য, ২০১৬ সালে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিল ভারত সরকার। বিভিন্ন ধর্🌜মের মধ্যে শত্রুতা, ঘৃণা ও নেতিবাচকতা ছড়ানোর জন্য ওই সংগঠনের সদস্যদের উৎসাহিত করার অভিযোগ উঠেছিল জাকিরের বিরুদ্ধে। পরে মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিল জাকির। চলতি বছর মার্চ🧸ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, জঙ্গিদের প্রশংসা করে জাকির। যুব প্রজন্মকে প্ররোচনাও দিত সে।