সরকারি খাতায় কোভিডে মৃত্যুর সংখ্যা অত নয়। অথচ কোভিডে মৃত্যুর ক্ষতিপূরণের জন্য় আবেদনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার গোটা বিষয়টি নজরে এসেছে সুপ্রিম কোর্টের। বুধবার এনিয়ে আদালতের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কোভিড মৃতের পরিবার যাতে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত না হয় সেটা যেন দেখা হয়। এদিকে আদালতের পর্যবেক্ষণ গুজরাতে সরকারি খাতায় মৃত্যুর সংখ্যা ১০,০৯৪জন। এদিকে আবেদন এসেছে ৯১, ৮১০টি। এর মধ্য়ে ইতিমধ্যেই ৫৭৬১টি বাতিল করা হয়েছে। ৫৯,০০০ আবেদনের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে সরকারি রিপোর্টে মৃত্যু ১৪১,৮৩৫জনের। এই রাজ্যে আবেদনের সংখ্যা ২১৭,১৫১টি। জাস্টিস এমআর শাহ ও সঞ্জীব খান্নার বেঞ্চ রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে টেকনিকাল কারণে কোনও নির্দেশকে খারিজ করা যাবে না। যদি কোনও আবেদনে ত্রুটি থাকে তবে সংশ্লিষ্ট আবেদনকারীকে এনিয়ে সংশোধনের সুযোগ দিতে হবে। এদিকে অন্ধ্রপ্রদেশেও দেখা যাচ্ছে সরকারি খাতায় মৃত্যুর সংখ্যা ১৪,৪৭১জন, অথচ ক্ষতিপূরণের জন্য আবেদন পড়েছে ৪১, ২৯২টি। তামিলনাড়ু, উত্তর প্রদেশ, ছত্তিশগড় সর্বত্র একই পরিস্থিতি। তবে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, আমাদের একটাই উদ্বেগ যে কোন ব্যক্তি যেন ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন। প্রকৃত মৃতের চেয়ে আবেদনপত্রের সংখ্যা যেন কম না হয় এটা দেখতে হবে। এদিকে তাৎপর্যপূর্ণভাবে কেরল, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম সহ একাধিক রাজ্যে মৃত্যুর তুলনায় আবেদন কম এসেছে।