রবিবার সকালে আচমকাই আগুন লাগল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।তবে দমকলের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।দিল্লির দমকল বিভাগের অ্যাসিসট্যান্ট ডিভিশনাল অফিসার সোমভীর সিং জানান, বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের গেটের জঙ্গল এলাকায় কিছু জঞ্জাল জমে ছিল।সেখানেই প্রথম আগুন লাগে।এরপর সেই আগুন বেশ কিছুটা জায়গায় ছড়িয়ে পড়ে।দমকল বিভাগ সূত্রে খবর, এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ প্রথম আগুন লাগার খবর পাওয়া যায়।ঘটনাস্থলে ৩টি দমকলের ইঞ্জিন পাঠানো হয়।কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।দমকলের অ্যাসিসট্যান্ট ডিভিশনাল অফিসার জানান, দমকল কর্মীদের তৎপরতায় বেশ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।অগ্নিকাণ্ডের ঘটনায় কারোর কোনও আটকে থাকা বা আহত হওয়ার কোনও খবর নেই।তবে ঠিক কী কারণে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের ঘটনা আগে কথনও ঘটেছে কিনা, তা মনে করতে পারছেন না অনেকেই।