খাদ্যে ভর্তুকির ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ। অর্থমন্ত্রকের তরফে প্রায় ২৫ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। মূলত খাদ্যে ভর্তুকি সংক্রান্ত খরচকে সামাল দেওয়ার জন্য়ই এই অর্থ মঞ্জুর করা হয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ওডিয়া 🎀ইতিমধ্যেই ব্যাঙ্ক থেকে নেওয়া ১৯ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদী লোন মিটিয়ে দিয়েছে।
সূত্রের খবর, এফসিআই ৯০ দিনের মেয়াদে শর্ট টার্ম লোন নিয়েছিল। একাধিক ব্যাঙ্ক থেকে এই লোন নেওয়া হয়েছিল। এর আগে অর্থমন্ত্রকের তরফে অপর্যাপ্ত অর্থ অনুমোদন করা হয়েছিল। যার জেরে সমস্যাটা জিইয়ে ছিল। তবে এবার সমস্যা অনেকটাই মেটার সম্ভাবনা।
এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন🀅 আগেই ২০২১-২২ এর বাজেট বক্তব্যে জানিয়েছিলেন, বাজেটের বাইরে গিয়ে কোনও অর্থ ধার নেওয়ার যে প্রবণতা রয়েছে সেটা বন্ধ রাখতে হবে। তবে ভর্তুকি দিতে কিছুটা দেরি হওয়ার জেরে 🐼স্বল্প মেয়াদি ঋণ নিতে বাধ্য হয়েছিল এফসিআই।
সূত্রের খবর, ২০২২-২৩ সালে কেন্দ্রীয় সরকার খাদ্য ভর্তুকি বাবদ খরচের জন্য ২.০৬ ট্রিলিয়ন বরাদ্দ করেছিল। তার মধ্যে ১.৪৫ ট্রিলিয়ন অথবা ৭১ শতাংশ এফসিআইকে দেওয়া হয়েছিল। খাদ্য সুরক্ষার বাকি টাকা সরাসরি রাজ্যের কাছ🐽ে যায় সরাসরি।
অন্যদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ ☂যো♚জনার সম্প্রসারণের নিরিখে অতিরিক্তি ৮০ হাজার কোটি টাকা ফুড সাবিসিডি বাজেটের মধ্যে খরচ করা হবে।