কোনও দেশেই আশ্রয় চাননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই দাবি করলেন হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়। সংবাদমাধ্যম এনডিটিভির সাক্ষাৎকারে জয় দাবি করেছেন, হাসিনা বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন বলে যে জল্পনা ছড়িয়েছে, সেগুলি পুরোপুরি ভিত্তিহীন। তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই সাক্ষাৎকারেহাসিনার ছেলে বলেছেন, ‘(আমার মা) আশ্রয় চেয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, সেটা আসলে ভুয়ো। আমার মা কোথাও আশ্রয় চাননি। তাই (আশ্রয় দ༺েওয়ার আর্জিতে) আমেরিকা বা ব্রিটꦿেন সাড়া দিচ্ছে না (বলে যে খবর ছড়িয়েছে), সেটা সত্যি নয়।’
তাহলে কি ভারতেই থাকবেন হাসিনা?
সেই বিষয়টি একেবারে খোলসা 💙করে বলেননি জয়। রাজনীতি থেকে অবসর নিয়ে নেওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়াশিংটনে চলে যাবেন কিনা, 🍬সেই প্রশ্নের জবাবে হাসিনার ছেলে বলেন, ‘আমি ওয়াশিংটনে আছি। আমার আন্টি লন্ডনে থাকেন। আমি বোন আসলে দিল্লিতে থাকেন। তো আমরা ঠিক জানি না। মা হয়তো এই জায়গাগুলির মধ্যে যাতাযাত করবেন।’
'ভিসা নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি'
ওই সাক্ষাৎকারে জয় বলেন, ‘এখন পরিবারের (সদস্যরা) একসঙ্গে সময় কাটাতে চান। এমনিতেও এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে আমার মা অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এটাই তাঁর শেষ মেয়াদ হত। তাঁর বয়স ৭৭। বাংলাদেশের রাজনীতির পালা চুকিয়ে ফেলেছেন তিনি।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমেরিকা বা অন্য কারও সঙ্গে এর🐻কম (হাসিনার ভিসা নিয়ে) কোনও আলোচনা করা হয়নি।’
ভারতের কোথায় আছেন হাসিনা?
সোমবার বিকেলের দিকে গাজিয়াবাদের হিন্দোন বায়ু﷽ঘাঁটিতে অবতরণের পর থেকে হাসিনা কোথায় আছেন, তা নিয়ে ভারত সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে কড়া সুরক্ষার মধ্যে তাঁকে একটি ‘সেফ’ (সুরক্ষিত) জায়গায়ও নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেই জায়গাটা কোথায়, তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। এমনিতে হিন্দোন বায়ুঘাঁটির মধ্যে থাকার বন্দোবস্ত আছে।
আরও পড়ুন: Muhammad Yunus: দেশ ছাড়া হাসিনা, বিদেশ থেকে ইউনুস, বদলের বাংলাদেশে উ💙পদেষ্টা হবেন নোবেলজয়ী
তবে বিষয়নি নিয়ে মুখ খোলেননি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও। যিনি মঙ্গলবার বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেন। তিনিই ভারত সরকারের হয়ে প্রথমবার সরকারিভাবে জানান যে হাসিনা দিল্লিতেই আছেন। সেইসঙ্গে তিনি বলেন, ‘খুব কম সময়ের মধ্যে উনি (হাসিনা) আপাতত ভারতে আসার অনুমোদন চেয়ে আবেদন করেন। গতকাল♏ সন্ধ্যায় উনি দিল্লিতে পৌঁছেছেন।’ আর জয়শংকরের মন্তব্যের সেই ‘আপাতত’ অংশটার জেরে জল্পনা আরও বাড়ে।