টানা ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর শেষ পর্যন্ত মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল ইডি। গভীর রাতে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এদিকে হেফাজতের বিরোধিতা করে এদিন আদালতে আবেদন করতে পারেন অনিল দেশমুখ। ইডির তরফে জানানো হয়েছে, তারা অনিল দেশমুখের বিরুদ্ধে টাকা তছরুপ প্রতিরোধক অ্যাক্টে মামলা দায়ের করেছে।মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনর পরমবীর সিং অনিল দেশমুখের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের করলে হাইকোর্ট থেকে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হয়েছিল। সেই অভিযোগ পর্যালোচনা করার পরই ইডি দেশমুখের বিরদ্ধে এই অভিযোগ দায়ের করেছিল। সেই সংক্রান্ত উস্যুতে জেরা করা হলে অনিল দেশমুখের বয়ানে অসঙ্গতি মেলে। তারপরই অনিল দেশমুখকে গতকাল গভীর রাতে গ্রেফতার করে ইডি।উল্লেখ্য, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের পাব ও বারগুলি থেকে ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। পুলিশকে দিয়ে তিনি এই কাজ করিয়েছিলেন বলে অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তাঁর একটি বাংলো ও একটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ অফিসার পরমবীর সিংয়ের করা দুর্নীতির অভিযোগের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অনিল দেশমুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর আগে আদালতের তরফ থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল ঠিক করার জন্য যে এই দুর্নীতির অভিযোগ আদৌ দায়ের করা যাবে কি না। আদালত থেকে নির্দেশ পাওয়ার পরই ৬ এপ্রিল থেকে অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআইয়ের তরফ থেকে প্রাথমিক তদন্ত শুরু করা হয়ছিল।