প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাোধ্যায়ের শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং তিনি কোমায় আচ্ছন্ন রয়েছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে দিল্লিতে সেনার রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতাল।এ দিন সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, প্রণববাবুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাঁকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে।বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার পরে গত ১০ অগস্ট হাসপাতালে ভরতি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হওয়ার পাশাপাশি তাঁর দেহে কোভিড পজিটিভিটি ধরা পড়ে। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পরে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান প্রণব মুখোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইন্দিরা গান্ধী, নরসিমহা রাও ও মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।বৃহস্পতিবার প্রণববাবুর ছেলে তথা কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করেন, ‘আমার বাবা স্রী প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন এবং হেমোডাইনামিক্যালি স্থিতিশীল রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত সাংবাদিকরা নানান গুজব রটানোয় স্পষ্ট যে, ভারতে সাংবাদিকতা এখন ভুয়ো খবর তৈরির কারখানায় পর্যবসিত হয়েছে।’গুজবে তিতিবিরক্ত প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও টুইট করে জানিয়েছেন, ‘আমার বাবা সম্পর্কে যে যে গুজব রয়েছে, তা সবই মিথ্যা। বিশেষ করে সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে আমাকে ফোন করবেন না কারণ হাসপাতাল থেকে যে কোনও খবর আসার জন্য আমাকে ফোন ফাঁকা রাখতে হচ্ছে।’ শুক্রবার তিনি আবার টুইট করেছেন, ‘মেডিক্যাল শব্দগুচ্ছের জটিলতায় না গিয়ে যতটুকু বুঝতে পারছি, গত দুই দিন ধরে আমার বাবার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হলেও তার নতুন কোনও অবনতি ঘটেনি। আলোর প্রতি তাঁর চোখের প্রতিক্রিয়ায় কোনও পরিবর্তনই প্রায় ঘটেনি।’