অবশেষে মিলল সামান্য আশার আলো। চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। এমনটাই জানালেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।বৃৃহস্পতিবার একটি টুইটবার্তায় অভিজিৎ বলেন, ‘আমার বাবা বরাবরের যোদ্ধা। চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এবং তাঁর সব গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল রয়েছে। আমার বাবার দ্রুত সুস্থতার জন্য প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে প্রার্থনা করার আর্জি জানাচ্ছি। তাঁদের লাগবে আমাদের।’ প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করলেও সকালের গুজব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিজিৎ। টুইটারে জানান, ‘প্রচার’-এর স্বার্থে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি অংশ যেভাবে ভুয়ো খবর ‘ছড়াচ্ছে’, সেজন্য লজ্জায় তাঁর মাথা হেঁট হয়ে যাচ্ছে।বৃৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছিল, প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। টুইটারে তা ট্রেন্ড হতেও শুরু করে। সেই খবর গুজব বলে উড়িয়ে দেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।একটি টুইটবার্তায় অভিজিৎ বলেন, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত আছেন। এবং হেমোডাইনামিক্যালভাবে স্থিতিশীল আছেন (অর্থাৎ প্রণববাবুর হৃদযন্ত্রের কাজ, রক্তচাপ এবং শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে)। স্বনামধন্য সাংবাদিকরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুয়ো ছড়াচ্ছেন, তা থেকেই স্পষ্ট যে ভারতে ভুয়ো খবরের কারখানায় পরিণত হয়েছে মিডিয়া।’কিছুক্ষণ পর একই কথা বলেন প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা। একটি টুইটবার্তায় তিনি বলেন, 'আমার বাবাকে নিয়ে যে গুজব ছড়িয়েছে , তা ভুয়ো। বিশেষত মিডিয়াকে অনুরোধ করছি, আমায় ফোন করবেন না। কারণ হাসপাতাল থেকে কোনও খবরের জন্য আমার ফোন ফাঁকা রাখতে হয়।'