ভারতীয় বায়ু সেনার হাতে আরও তিন রাফাল ফাইটার জেট। মঙ্গলবার ফ্রান্সের প্রস্তুতকারক সংস্থার তরফে তিনটি রাফাল বিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। রাফাল বিমান প্রস্তুতকারক সংস্থা ড্যাসল্ট এভিয়েশন এই যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিয়েছে। সূত্রের খবর আপাতত যে বিমানগুলি পাঠানো হচ্ছে তা যাচাই করে দেখবে বায়ুস🦋েনা। ১৫-১৬ ফেব্রুয়ারি বরাত দেওয়া নতুন ফাইটার জেটগুলি আসবে ভারতে।
ওয়াকিবহাল মহলের মতে, অত্যন্ত আধুনিক সামগ্রীতে সজ্জিত এই যুদ্ধ বিমান। যে কোনও ক্ষেত্রে পালটা আঘাত হানার জন্য এই যুদ্ধ বিমান অত্যন্ত উপযোগী। প্রসঙ্গত গত বছর ডিসেম্বর🤡 মাসে প্রতিরক্ষা সচিব অজয় কুমার ফ্রান্সে গিয়ে এই ফাইটার বিমানগুলি দেখে এসেছিলেন। তবে এই রাফাল বিমান নিয়ে প্রতিরক্ষা দফতর আপাতত মুখে কুলুপ এঁটেছে। তবে সূত্রের খবর, ভারতের উপযোগী ফিচার্স যুক্ত হয়েছে এই রাফাল যুদ্ধবিমানের সঙ্গে। এগুলি আকাশ থেকে আকাশে দূর পাল্লার মিসাইল ছুঁড়তে সক্ষম, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উচ্চ অক্ষাংশেও ইঞ্জিন চালু রাখা, মিসাইল আসার আগে তার সংকেত পাওয়া, রেডিও অলটিমিটার আরও উন্নত, সিন্থেটিক অ্য়াপারচার রাডার সহ নানা অত্যাধুনিক ব্যবস্থা যুক্ত রয়েছে এই রাফালের সঙ্গে। এদিকে সূত্রের খবর, চুক্তি অনুসারে সব ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না তা ভারতীয় বাহিনী পরীক্ষা করে দেখবে। অন্যদিকে আমবালা ও হাসিমারাতে ৩২টি এয়ারক্রাফটের পূর্ণাঙ্গ রূপ দেওয়ারও উদ্যোগও নেওয়া হচ্ছে।