বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদীর ঝটিকা প্যারিস সফরের আগেই ঝটকা খেল ভারত, সাবমেরিন প্রকল্প থেকে সরল ফরাসি সংস্থা
কেন্দ্রের P-75I প্রকল্প থেকে নাম প্রত্যাহার করল ফরাসি সংস্থা ‘নেভাল গ্রুপ’। প্রধানমন্ত্রী মোদীর প্যারিস সফরের আগে এই ঘোষণায় ভারত বড় ধাক্কা খেয়েছে। P-75I প্রকল্পের অধীনে ভারতে ছ’টি ডুবোজাহাজ তৈরি করার কথা ছিল ফরাসি সংস্থাটির। ৪৩ হাজার কোটির এই প্রকল্প থেকে ফরাসি সংস্থা নাম প্রত্যাহারের কারণ হিসেবে জানিয়েছে, ভারতের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নেই তাঁদের হাতে। উল্লেখ্য, ভারত এই ডুবোজাহাজে ‘এয়ার ইনডিপেনডেন্ট প্রপালশন’ প্রযুক্তি রাখার কথা বলেছিল চুক্তিতে। এই প্রযুক্তিতে ডুবোজাহাজ দীর্ঘক্ষণ জলের তলায় দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে। (আরও পড়ুন: মোদীর প্যারিস সফরে ভাঙছে দীর্ঘদিনের ফরাসি 🍰🌃রীতি, দেখা করবেন ম্যাক্রোঁর সঙ্গে)