বৈভব তিওয়ারি
সমাজবাদী পার্টির একটি পোস্টার। আর সেই পোস্টারকে ঘ𝓡িরে তীব্র মস্করা করছে বিজেপি। সেই পোস্টারে অখিলেশ যাদবকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হচ্ছে। লখনউতে সমাজবাদী পার্টি অফিসের বাইরে ওই পোস্টার দেওয়া হয়েছে। বিজেপির দাবি, এভাবে দিবাস্বপ্ন কেউ দেখতে চাইলে সেটা বারণ করা যায় না। বিজেপির কটাক্ষ, মানুষকে তার সামর্থ্য অনুসারেই স্বপ্ন দেখা দরকার।
ইন্ডিয়া জোট তৈরি ꧂হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে কোনও মুখকে নির্দিষ্ট করা হয়নি। তবে মধ্যপ্রদেশে অবশ্য় আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্য়ে ঠান্ডা লড়াই চলছে। তার মধ্যেই সামনে এল এই পোস্টার। সমাজ♛বাদী পার্টির নেতা ফাকরুল হাসান চাঁদ এই পোস্টার দিয়েছেন বলে খবর।
এদিকে এই পোস্টারকে ঘিরে তীব্র মস্করা করছে বিজেপি। বিজেপি নেতা দানিশ আজাদ আনসারি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, একটা কথা বলা হয়, মুঙ্গেরি লালের হাসিন স্বপ্নে।তবে এভাবে কেউ দিবাস্বপ্ন দেখতে চাইলে সেটা আটকানো যায় না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন। দেশ নিশ্চিতভাবে প্রধান🌺মন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করবে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন মোদী।
কিন্তু এমন পোস্টার কেন?
সমাজবাদী পার্টির ওই নেতার দাবি এসপির সুꦆপ্রিমোকে সম্মান জানানোর জন্য় এই পোস্টার দেওয়া হয়েছে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ১ জুলাই হল অখিলেশ যাদবের জন্মদিন। কিন্তু সমাজবাদী পার্টির নেতাদের ভালোবাসা ও সম্মান জানানোর জন্য সমাজবাদী পার্টির নেতা কর্মীরা বার বার তাঁর জন্মদিন পালন করেন। দলের কর্মীদের প্রার্থনা হল আগামী দিনে অখিলেশ যাদব যেন প্রধানমন্ত্রীর 𒆙চেয়ারে বসেন।
তবে ইন্ডিয়া জোটের কোনও মিটিংয়ে কাউকে কখনওই প্রধা🎉নমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হয়নি। এনিয়ে কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি। তবে তারপরেও অখিলেশ যাদবকে একেবারে প্রধানমন্ত্রী হিসা🐟বে তুলে ধরলেন এসপি নেতৃত্ব।
আর রবিবার কংগ্রেস নেতা কমল নাথ জানিয়েছেন, সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝꦉোতা নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কথা হয়েছে। কিন্তু কতগুলি আসনের থেকেও বড় কথা কোন আসনগুলি সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওরা( সমাজবাদী পার্টি) যে আসনগুলি চাইছে তা নিয়ে আমাদের দলের কর্মীদের আমরা বোঝাতে পারব না।