Future Retail-এর সঙ্গেই ডুবছে বিনিয়োগকারীদের শেয়ার, ১ লাখ টাকা কমে ১৮,০০০!
1 মিনিটে পড়ুন Updated: 31 May 2022, 03:05 PM IST৩ মাস আগে যাঁরা এই শেয়ারে বিনিয়োগ করে🐲ছেন, তাঁদের টাকা কার্যত পুরোই জলে গিয়েছে। এই স🐻ময়পর্বে শেয়ার দর ৮২.৫৫% কমেছে।
৩ মাস আগে যাঁরা এই শেয়ারে বিনিয়োগ করে🐲ছেন, তাঁদের টাকা কার্যত পুরোই জলে গিয়েছে। এই স🐻ময়পর্বে শেয়ার দর ৮২.৫৫% কমেছে।
ঋণে জর্জরিত ফিউচার রিটেলের পতন। একইসঙ্গে পতন শেয়✨ারে। মাথার চুল ছিঁড়ছেন 🅺ফিউচার রিটেলের শেয়ারে বিনিয়োগকারীরা। গত ৩ মাসে ফিউচার রিটেলের শেয়ার ৮২.৫৫% কমেছে।
রিলায়েন্স-ফিউচার-অ্যামাজন বিরোধই এর মূল কারণ। গত মাসেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ফিউচার রিটেলের সঙ্গে সম্ভাব্য ২৪,৭১৩ কোটি টাকার চুক⛎্তি বাতিল করেছে।
স্টকের পতন
টানা চতুর্থ ত্রৈমাসিক। ১০৬৩.৩৬ কোটি ট൩াকার ক্ষতির রিপোর্ট দিয়েছে ফিউচার রিটেল। পাল্লা দিয়ে ক্রমেই পতন হচ্ছে স্টকের। গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ ছিল ৭৬.২৫ টাকা। সর্বনিম্ন ছিল ৮.৫৫ টাকা।
গত এক সপ্তাহেই ফিউচার রিটেলের শেয়ার ২১.২% কমেছে। অর্থাৎ এক সপ্তাহ আগে যদি কেউ এতে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাঁর শেয়ারের দাম এখনℱ ৮০ হাজারেরও কম হয়ে যাবে।
১ লাখ টাকা কমে ১৮ হাজার!