রোহিঙ্গা শরনার্থীদের সমস্যা নিয়ে বাংলাদেশের প্রশাসন রীতিমতো চাপে। সাধারণ মানুষের মধ্যেও এই সমস্যা নিয়ে নানা ধরনের ক্ষোভ রয়েছে। সেই সমস্যায় নতুন মাত্রা যোগ হল 𝔉বুধবার রাতে। বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে এলাকা দখল করা নিয়ে তাণ্ডব লাগল রোহিঙ্গাদের দুই গোষ্ঠীর মধ্যে। আর তার জেরে প্রাণ 🅰গেল এক যুবকের। নাম মহম্মদ সালিমউল্লাহ। বয়স ৩০ বছর।
সংবাদমাধ্যম সূত্রের খবর বুধবার বাংলাদেশ স্থানীয় সময় রাত ১২টার দিকে দুই রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। স্থান💝ীয় মানুষ জানাচ্ছেন এই সংঘর𝔉্ষে প্রচুর গোলাগুলি চলে। যার ফলে প্রাণ হারান মহম্মদ সালিমউল্লাহ।
স্থানীয় পুলিশ আধিকরিক জানিয়েছেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ওই যুবকের গায়ে গুলি লাগে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বাংলাদেশ স্থানীয় সময় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে ব༺লে মনে করেন পুলিশ প্রশাসন।
স্থানীয় মানুষজন সংবাদমাধ্যমকে জান🧸িয়েছেন, এই দুই রোহিঙ্গা গোষ্🎶ঠীর সংঘর্ষ নিয়ে তাঁরা যথেষ্ট উদ্বিগ্ন।