উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি সোসাইটি ফ্ল্যাটের লিফটে মাঝপথে আটকে পড়ল তিন শিশু। লিফটের দরজা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করে তারা। চিৎকা🦩র, চেঁচামেচি সত্ত্বেও কেউ লিফট খুলতে এগিয়ে আসেনি। প্রায় আধা ঘণ্টা ওই তিন শিশু থাকে বন্ধ লিফটের মধ্যে। অসহায় অবস্থায় তারা আতঙ্কে কান্না শুরু করে দেয়। অবশেষে তাদের উদ্ধার করা হয়। লিফটের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ঘটনা। এই ঘটনায় গাজিয়াবাদ পুলিশ ওই অ্যাপার্টমেন্টের মালিকসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যাপার্টমেন্টের সভাপতি চিত্রা চতুর্বেদী এবং সেক্෴রেটারি অভয় ঝা’র বিরুদ্ধে মামলা রু♕জু হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সেই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৮-৯ বছর 🍌বয়সি তিন শিশু ওইꦐ লিফটে আটকে পড়েছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। আর একজন হাত দিয়ে টেনে দরজা খোলার চেষ্টা করছে।
লিফটে আটকে পড়া এক শিশুর বাবা শিবম গেহলট এই ঘটনায় থানায় অভিযোগ জানান। তারপরেই এফআইআর দায়ের করেছে পুলিশ। শিবম লিফট রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ এনেছেন। ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদেরও একই অভিযোগ।শিবম গেহলট জানান, ‘আমার মেয়ে ২০ তোলা থেকে লিফটে উঠেছিল। তার সঙ্গে ছিল তার দুই বন্ধু। তারা ১১ তলায় নামছিল। তখনই লি💞ফটটি আটকে যায়। যদিও অভিযুক্ত সভাপতি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কাজে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছেন। সেক্রেটারি অভয় ঝা বলেন, লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এই সমস্যা হয়েছে।