এক মাসের সর্বোচ্চ স্👍তরে পৌঁছানোর পর ভারতে কমল সোনার দাম। বিশ্ব বাজারের রেশ ধরে সোমবার ভারতে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ কমে ঠেকেছে ৫১,৫৫১ টাকায়। অন্যদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবসেই জোরদার ধাক্কা খেয়েছে রুপো। এক কিলোগ্রাম রুপোর দাম এক শতাংশ কমে দাঁড়িয়েছে ৬১,৩২১ টাকা।
গত শুক্রবার ভারতে ১.৩ শতাংশ উত্থানের সাক্ষী🔯 ছিল সোনা। সেদিন ১০ গ্রাম সোনার দাম ৫১,৭০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যা প্রায় এক মাসে সর্বোচ্চ স্তরে ছিল। সেখান থেকে সোমবার দাম কমে যাওয়ায় বিশেষজ্ঞদের বক্তব্য, বিশ্ব বাজারের প্রভাবেই ভারতে সস্তা হয়েছে হলুদ ধাতু। সোমবার বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৬২.২৯ ডলার। একইভাবে বিশ্ব বাজারে একধাক্কায় কমেছে রুপোর দাম। ১.১ শতাংশ কমে এক আউন্স রুপোর দাম ঠে﷽কেছে ২১.৬৩ ডলারে।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত ༒থাকছඣে? রোজ দেখুন এখানে)
সোমবার (১৩ জুন) বাজার খোলার সময় কলকাতায় সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনাꦍ (১০ গ্রাম)- ৫২,৫০০ টাকা
• ২২ ক্যারাট, গয়নাཧ সꦍোনা (১০ গ্রাম) – ৪৯,৮০০ টাকা
• ২꧅২ ক্যার𝐆াট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,৫৫০ টাকা
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬২,৩৫০ টাকা
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬২,৪৫০ টাকা