মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে এদিনও পতন জারি থাকল। এদিন প্রতি দশ গ্রামে ১৩৪ টাকা বা ০.২৯ শতাংশ পতন হল সোনার। এর জেরে এদিন হলুদ ধাতুর দাম অনেকটা কমে ১০ গ্রাম প্রতি দর দাঁড়ায় ৪৫,৯২২ টাকা। এদিকে রুপোর দাম এদিন ০.৩৫ শতাংশ কমে যায় গত সেশনের তুলনায়। এর জেরে কেজি প্রতি রুপোর দাম হয় ৬০,৫৭৭। এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এদিন ০.১৮ শতাংশ বাড়ল। প্রতি আউন্স সোনার দাম ছিল ১,৮১৬.৭ ডলার। এদিকে আজ কলকাতায় পাকা সোনা বা ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৮৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৮৬০০ টাকা। এদিকে কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫৯০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫৯০০ টাকা।প্রসঙ্গত, গত বছর অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। ১০ গ্রাম সোনা ৫৬,০০০ টাকার স্তরে না পৌঁছালেও ৫০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। তারপর তা আবার সস্তা হয়েছে। গত সপ্তাহের শেষের দিক এবং চলতি সপ্তাহে দাম কমেছিল। আপাতত ১০ গ্রাম সোনা রেকর্ড দরের থেকে প্রায় ১০,০০০ টাকার মতো কম আছে।