গত দুই মাসের তুলনায় চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার ওপর সবচেয়ে বেশি ছাড় পেলেন গ্রাহকরা। এ দেশে সোনায় ছাড়ের পরিমাণ দাঁড়াল প্রতি আউন্সে ৩২ ডলার, যার মধ্যে ধরা হয়েছে ১২.৫% আমদানি শুল্ক এবং ৩% জিএসটি।দেশের কিছু কিছু সোনার বিপণি খোলা হলেও এ সপ্তাহে দোকানে এসে সোনা কেনায় বিশেষ আগ্রহ দেখাননি গ্রাহকরা। পাশাপাশি, গত মে মাসে সোনা আমদানির পরিমাণ বেড়ে ৯৯% হয়েছে। এমসিএক্স সূচকে শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে অনেকটাই নেমে গিয়ে দাঁড়ায় ৪৫.৭৩২ টাকা। রুপোর দামেও পতন দেখা দেওয়ায় প্রতি কেজির দাম দাঁড়ায় ৪৭,৩৩৭ টাকা। এ দিকে ইটিএফ-এ মজুত সোনার পরিমাণ এ সপ্তাহে প্রায় নতুন রেকর্ড গড়ে। সংবাদসংস্থা ব্লুমবার্গ-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দাঁড়ায় ৩,১৩০ টনে, যা বছরের এ পর্যন্ত গড়ের চেয়ে ২০% বেশি। অন্য দিকে, আগামিকাল সোমবার থেকে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু করা সরকারি গোল্ড বন্ড-এর তৃতীয় পর্বের বিক্রি। গোল্ড বন্ডের ইস্যুর দাম রাখা হয়েছে ৪,৬৭৭ প্রতি গ্রাম। ডিজিটাল পদ্ধতিতে বন্ড কিনলে পাওয়া যাবে ইস্যুপ্রতি আরও ৫০ টাকা ছাড়। গত এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে, ২০২০-২০২১ অর্থবছরে মোট ৬ দফায় বাজারে গোল্ড বন্ড ছাড়বে কেন্দ্রীয় সরকার। এর আগে দুই দফায় বন্ড বিক্রি হওয়ার পরে আগামিকাল তৃতীয় দফার বিক্রি শুরু হতে চলেছে।