সোমবার দিনের শেষে বেশ কিছুটা পড়ে যাওয়ার পরে মঙ্গলবার সকাল থেকে বাজারে সোনার দাম ফের ঊর্ধ্বগামী হল। এ দিন এমসিএক্স সূচকের দর ০.৪৮% বৃদ্ধির ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৬,৮৮০ টাকা। এই দর সকাল ৯.৫৮ মিনিটে রেকর্ড করা হ🍬য়।
পাশাপাশি꧂ এ দিন এমসিএক্স সূচক অনুযায়ী ০.১৩% বাড়ার ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৭,৭৬০ টাক𒊎া।
আন্তর্জাতিক বাজারে এ দিন স্পট গোল্ডের দর ০.২% বাড়ার ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩🐼৫ ডলার। পাশাপাশি, ইউএস গোল্ড ফিউচার্সেও ০.✨২% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩৭.১০ ডলার।
গতকাল সকালে ভালো শুরু করেও দিনের শেষে উল্লেখযোগ্য পতন দেখা দেয় সোনার দামে। এর প্রধান কারণ মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না-র ঘোষণা। সংস্থা জানায়, পরীক্ষামূ💙লক প্রয়োগে তাদের তৈরি করোনাভাইরাস সংক্রমণের টিকা সদর্থক ফল দিচ্ছে। এই ঘোষণার পরে বিশ্ব শেয়ারবাজারে চোখে পড়ার পতো উত্থান দেখা দিতে শুরু করে। শেয়ারের দাম বাড়থে থাকায় সোনায় বিনিয়োগের হার কিছু হলেও মার খায়।
প্রসঙ্গ🐻ত, যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে যখন বাজার নিম্নগামী হয়, তখনই নিরাপদ সপদ হিসেবে সোনায় বিনিয়োগের হার বাড়ে। বর্তমান করোনা পরিস্থিতিতেও সে নিয়মের ব্যতিক্রম দেখা যায়নি। এখনও পর্যন্ত চলতি বছরে সোনার দাম গড়ে বেড়েছে ১৪%, যা সাম্প্রতিক বছরগুলিতে লক্ষ্য করা যায়নি।