জুলাইয়ের প্রথম দিনেই ইতিহাস সৃষ্টি করল সোনার দাম। বুধবার ভারতের বাজারে খাঁটি🎃 সোনার (২৪ ক্যারাট) দাম এযাবৎকালের সর্বোচ্চ শিখরে পৌঁছল।
এ দিন এ🌃কধাক্কায় ৪২১ টাকা দর বাড়র ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৪৮,৯৮০ টাকা। এর আগে জুন মাসে তিনটি নতুন রেকর্ড তৈরি করেছে সোনার দাম। তবে সে সবই এ দিন ভেঙে গিয়েছে।
পাশাপাশি, এ দিন বাজারে প্রতি কেজিতে ১,১১৬টা বেড়েছে 𓆏রুপোর দামও। এর জেরে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৪৯,৭১৬ টাকা।
অন্য দিকে, এ দিন ২৩ ক্যারাট সোনার দামও প্রতি ১০ গ্রামে ৪১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৭৮৪ টাকা। ২২ ক্যারাট সোনার দামও প্রতি ১০ গ্রামে ৩৮৬ টাকা বাড়র জেরে দাম দাঁড়িয়েছে ৪৪,৮ꦕ৬৬ টাকা।
দিল্লির এঞ্জেল ব্রোকিং সংস্থার সহ-সভাপতি (কমোডিটি অ্যান্ড কারেন্সি) অনুজ গুপ্তার মতে, করোনা সংক্রমণের জেরে ২০২০ অর্থবছরে ৪.৯% বৃদ্ধির পূর্বাভাস করেছে আইএমএফ। 🌜এর জেরে বাজারের গতি শ্লথ হয়ে পড়েছে।
পাশাপাশি, অনিশ্চিত অর্থনীতি এবং আয়ের ক্ষেত্রে গভীর আশঙ্কা যুক্ত হওয়ায় গয়নার পরিবর্তে মিউচুয়াল ফান্ডের সুবাদে সোনায় বিনিয়োগের হার বেড়েছে। বিশেষজ্ঞদে💧র দাবি, বর্তমান পরিস্থিতিতে সোনার দামে উল্লোখযোগ্য পতনের সম্ভাবনা নেই।