আন্তর্জাতি ট্রেন্ড অনুসরণ করে সোমবার ভারতীয় বাজারে বাড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে এ দিন অক্টোবর গোল্ড ফিউচার্স-এর দর ০.৩% বৃদ্ধির ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫১,৬০০ টাকা। পাশাপাশি, সূচকে ২% উত্থানের ফলে রুপোর দাম প্রতি কেজিতে যাচ্ছে ৬৭,৩৫০ টাকা। আগের অধিবেশনে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা বাড়তে দেখা গিয়েছে। আর কেজিতে ১,০০০ দাম বেড়েছিল রুপোর। গত ৭ অগস্ট ভারতীয় বাজারে রেকর্ড সৃষ্টি করে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ৫৬,২০০ টাকা। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দামে পতনের জেরে এ দিন গত দুই সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। স্পট গোল্ড সূচকে ০.৪% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম উঠেছে ১,৯৭১.৬৮। তবে দিনের গোড়ায় এই দর উঠেছিল আউন্সে ১,৯৭৬ ডলার, যা গত ১৯ অগস্টের পরে সর্বোচ্চ। ইউ এস গোল্ড সূচকে এ দিন প্রতি আউন্স সোনার দাম ০.৪% বাড়ার জেরে যাচ্ছে ১,৯৮২.৫০ ডলার। সেই সঙ্গে আন্তর্জাতি সূচকে রুপোর দর ১.৭% উত্থানের ফলে যাচ্ছে আউন্সপ্রতি ২৭.৯৪ ডলার। চলতি বছরে এখনও পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রায় ৩০% বেড়েছে সোনার দাম। কোভিড পরিস্থিতিতে ঝিমিয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি ছাড়ে আরও দীর্ঘমেয়াদী সংস্কারের আশায় সোনায় বিনিয়োগের হার বেড়েছে। সোমবার ভারতে সভরেন গোল্ড বন্ডের ষষ্ঠ তথা অন্তিম পর্বের সাবস্ক্রিপশন চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ইস্যু সাবস্ক্রাইব করা যাবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি ১ গ্রাম সোনা হিসেবে ইস্যুর দাম ধার্য হয়েছে ৫,১১৭ টাকা। অনলাইন পেমেন্টে মিলবে ইস্যুপ্রতি আরও ৫০ টাকা ছাড়। দোকানে সোনা বিক্রির হার বাড়াতে গত সপ্তাহে আগের ৫ মাসের হিসেবে সবচেয়ে বেশি ছাড় ঘোষণা করেন বিক্রেতারা। মনে রাখা দরকার, ভারতে সোনার দামে অন্তর্ভুক্ত হয় ১২.৫% আমদানি শুল্ক এবং ৩% জিএসটি।