আন্তর্জাতিক বাজারের ধারা ♒অটুট রেখে সোমবার রাখীবন্ধনের দিনে চড়চড়িয়ে ব💦াড়ল সোনার দাম। দুই দিনে প্রায় ৩,০০০ টাকা বাড়ল রুপোর দরও।
এ দিন এমসিএক্স🐟 সূচকে ০.০৮% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫৩,৪৯০ টাকা। গত দিন ১০ গ্রাম সোনার দাম ৬৫০ টাকা বেড়ে রেকর্ড স্পর্শ করেছিল। চলতি বছরে ভারতে সোনার দাম ৩৫% বৃদ্ধি পেয়েছে।
সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে দাম চড়েছে রুপোরও। এ দিন সূচকে ১.১% উত্থানের ফলে প্রতি কেজিতে আগের দিনের চেয়ে ৭০০ টাকা বৃদ্ধির ফলে রুপোর দাম যাচ্ছে ৬৫,৬৯০ টাকা। গত অধিবেশনে সূচকে ৩.৬% বৃদ্ধির জেরে রুপোর দাম কেজিতে ২,৩০০ টাক🉐া বেড়েছে।
বিশ্ববাজারে এ দিন স🎃র্বকালের সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলেছে সোনার দর। স্পট গোল্ড সূচকে ০.১% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৭৬.৪৭ ডলার, যা আগের দর ১,৯৮৪ ডলারকে অতিক্রম করে গিয়েছে।
পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে এ দিন সূচকে ০.১% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৪.৩৫ ডলার।&n🌞bsp;
গত জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১১% বৃদ্ধি পেয়েছে। ২০১২ সা🎉লের পরে এই দর নতুন রেকর্ড তৈরি করেছে।
বিশ্বজুড়ে করোনা সংকটের জেরে এবং আমেরিকা ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় সুদের হার পড়েছে এবং বিনিয়োগে ভাটা দেখা দিয়েচে। এই পরিস্থিতিতে নিরাপদ সম্পদ হিসেবে সোনায় লগ্নির প্রবণতা বেড়েছে। তার জেরে সোনার দাম বড়সড়্রমে উর্দ্ধমুখী হতে দেখা গিয়েছে।আপাতত এই ট্রেন্ড বজায় থাকব🌊ে বলে জানিয়েচে, কোটাক মহীন্দ্রা সংস্থার বিশেষজ্ঞরা।
অন্য দিকে, দিনই ভারতে সভরেন গোল্ড বন্ডের পঞ্চম দফার ইস্যু বুকিং শুরু হয়েছে। প্রতি গ্রাম সোনা🍌র দামের ভিত্তিতে ইস্যুপ্রতি দাম ৫,৩৩৪ টাকা ধার্য করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আগামী শুক্রবার পর্যন্ত চালু থাকবে গোল্ড বন্ডের ইস্যু বুকিং প্রক্রিয়া।