গত দুই অধিবেশনে উল্লেখযোগ্য হারে পতনের পরে শুক্রবার বাজারে আবার বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দামের✃ উর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে ভারতেও চড়ল সোনার দর।
এ দিন এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ ০.৪% উত্থানের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দ💞াম দাঁড়াল ৫২,৩৪৫ টাকা। পাশাপাশি, সূচকে কেজিপ্রতি প্রায় ১,০০০ টাকা বেড়ে রুপোর বাজারদর উঠল ৬৮,৫৭৯ টাকা।
গত দুই দিন মিলিয়ে বাজারে ১০ গ্রাম সোনার দাম প্রা ১,৫০০ পড়েছে। পাল্লা দিয়ে রুপোর দামও কেজিতে প্রায় ১,৬৫০ টাকা কমে যায়। তার আগে অবশ্য রেকর্ড গড়ে সোনার দাম পৌঁ🌼ছয় ৫৬,১৯১ টাকা প্রতি ১০🍌 গ্রামে।
আন্তর্জাতিক বাজারেও মার্কিন ডলারের দর পড়ে যাওয়ার প্রভাবে এ দিন অন্যান্য দেশের মুদ্রার হিসেবে সোনা কিছুটা সস্তা হয়। স্পট গোল্ড সূচকে ০.৪% উত্থানের ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ১,৯৪৯.৮৩ ডলার। পাশাপ🍸াশি, রুপোর দাম সূচকে ০.৬% বৃদ্ধিতে প্রতি আউন্সে দাঁড়♛িয়েছে ২৭.৩৮ ডলার।
গত🐬 ২৮-২৯ জুলাইয়ে আমেরিকার ফেডারেল রিজার্ভ-এর বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলি গত বুধবার প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে, কোভিড পরবর্তী আর্থিক আরোগ্য লাভের পথ যথেষ্ট অনিশ্চয়তায় ভরা বলে মনে করছেন নীতি নির্ধারকরা।
বিশ্লেষকদেꦿর মতে, আপাতত সোনার বাজারদরে অস্থিরতা বহাল থাকবে। যদিও আমেরিকার বেহাল অর্থনীতি এবং ডলারের দাম টান পড়ায় সোনায় বিনিয়োগেরಌ ধারা অব্যাহত থাকবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
তবে কোটাক সিকিউরিটিজ-এর সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিনিয়োগের প্রেক্ষিতে দিকভ্রান্ত সোনার দাম বিশেষ পড়তে দেবে না বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাবৃদ্ধি, যার জেরে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে হ্রাস টানতে বাধ্য হয়েছে অধিকাংশ দেশ। সেই সঙ্গে আমেরিক🦂া-চিন দ্বন্দ্বের প্রভাবও সোনার দামে বড়সড় পতন রোধ করবে।’