আন্তর্জাতিক শেয়ার বাজার নিস্তেজ হওয়ার জেরে লোকসানের খরা কাটিয়ে শুক্রবার আবার চাঙ্গা হল দেশ-বিদেশে সোনার দাম।পর পর তিন দিন নিম্নগামী হওয়ার পরে এ দিন ফের এমসিএক্স সূচকে ০.৩% বৃদ্ধির ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫০,৯১১ টাকা। সেই সঙ্গে সূচকে ০.২৩% উত্থানের প্রভাবে প্রতি কেজি রুপোর দাম দাঁড়ল ৬৭,০৮০ টাকা। গত তিন দিন ধরে ভারতে সোনার দাম পড়তে দেখা গিয়েছে। বৃহস্পতিবার সূচকে ০.১২% পতন হয় সোনার দরে। পাশাপাশি, সূচকে ২% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম ১,৩০০ টাকা কমে।শেয়ার বাজারে ধসের কারণে আন্তর্জাতিক বাজারে এ দিন নিরাপদ সম্পত্তি হিসেবে সোনায় বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য বাড়ে। তবে এর পাশাপাশি ডলার দাম চড়ায় লাভের মুখ দেখায় বাধা তৈরি হয়। এ দিন স্পট গোল্ড সূচকে ০.৪% উত্থানের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৩৭.৮৪ ডলার। সূচকে ১.১% বৃদ্ধির জেরে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৬.৯২ ডলার। অন্য দিকে, এ দিনই শেষ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশিত সভরেন গোল্ড বন্ড কেনার সাবস্ক্রিপশনের মেয়াদ। প্রতি গ্রাম হিসেবে ৫,১১৭ টাকা দাম ধার্য হয়েছে ইস্যুর। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ টাকা ইস্যুপ্রতি ছাড় দেওয়া হচ্ছে।