গত দুই দিন দাম চড়ার পরে মঙ্গলবার বেশ কিছুটা পড়ে গেল সোনার দাম। এ দিন এমসিএক্স সূচক অনুযায়ী জ🍰ুন গোল্ডের দরের হিসেবে প্রতি ১০ গ্রাম সোনার দাম ০.৭২% ব😼া ৩২৯ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫,৪৭৮ টাকা।
রুপোর দাম এ দিন ০.২৬% কমে দাঁ﷽ড়িয়েছে প্রতি কেজিতে ৪১,১৩৭ টাকা। গত দুই পর্বে ভারতীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,০০০ টাকা বেড়েছিল।
আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দাম▨ে বিশেষ নড়চড় হয়নি। করোনাভাইরাস লকডাউন বিধি বেশ কিছু দেশে শিথিল করা হলে বিনিয়োগকারী মহলে ঝুঁকির আশহ্কা বাড়ে। পাশাপাশি আমেরিকা ও চিনের মধ্যে সম্পর্কে ফাটল ধরার কারণে প্রতি আউন্স সোনার দাম ১,৭০০ ডলারের কাছাকাছি রয়েছে।
আন্তর্জাতিক লবা🍒জার꧒ে এ দিন রুপোর দাম ০.২% কমে প্রতি আউন্সের দাম ১৪.৮১ ডলার কমেছে।
এ সত্ত্বেও বিশ্বজুড়ে সোনায় বিনিয়োগের প্রবণতা উর্ধ্বগামী। সোমবার বিশ্বের বৃহত্তম সোনা সূচক এসপিডিআর গোল্ড ট্রাস্টে সোনা ০.৪% বেড়ে দাঁড়িয়েছে ১.০৭১.৭✤১ টনে। শুক্রবার যা ছিল ১,০৬৭.৯০ টন।
আমেরিকা-চিন সম্পর্কের অবনতি, বিশ্বজুড়ে গভীর আর্থিক নিম্নচাপ এবং আরও কিছু অর্থনৈতিক ছাড়ের আশায় সোনার দামে বিশেষ পতন হবে না বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। পাশাপা𝓰শি বেশ কিছু দেশে করোনাভাইরাস জনিত নিষেধাজ্ঞা শিথিল করার আভাস মেলায়🙈 এবং ডলারের উর্ধ্বগতির ভিত্তিতে সোনায় বড় লাভের ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকরা।