বিশ্ববাজারে ডলারের তুলনায় টাকার দাম বাড়ার জেরে পর পর চার দিন ধরে পড়ে চলেছে সোনার দাম। সোমবার সেই ট্রেন্ড মেনে এমসিএক্স সূচকে ০.৩৪% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,৮৮২ টাকা। সূচকে ০.৩৬% দাম পড়েছে রুপোরও। তার জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৯,০০০ টাকা। গত সপ্তাহে ভারতে সোনার দাম বেড়ে রেকর্ড তৈরি করে বুধবার প্রতি দশ গ্রামে ৪৮,৯৮২ টাকায় দাঁড়ায়। কিন্তু তার পর থেকেই দামে প্রতিদিন পতন হতে দেখা গিয়েছে।আন্তর্জাতিক বাজারে বরং এ দিন সোনার দামে উত্থান দেখা গিয়েছে। স্পট গোল্ড সূচকে ০.১% বৃদ্ধির ফলে প্রচতি আউন্সের দাম যাচ্ছে ১,৭৭৫.৯৭ ডলার। পাশাপাশি, সূচকে ০.১% দাম পড়ার ফলে রুপো প্রতি আউন্সে বিক্রি হচ্ছে ১৮.০২ ডলারে।প্রসঙ্গত, লকডাউনে বিধ্বস্ত অর্থনীতি চাঙ্গা করতে বিশ্বের প্রধান ব্যাঙ্কগুলি বিভিন্ন আর্থিক ছাড়-সহ প্যাকেজ চালু করার জেরে চলতি বছরে স্পট গোল্ড সূচকে দাম বেড়েছে ১৭%। কোটাক মাহিন্দ্রা সিকিউরিটিজ সংস্থা জানিয়েছে, সোনার দামে লাগাতার উত্থান-পতন জারি থাকলেও আমেরিকায় করোনা সংক্রমণের হার নিয়মিত বেড়ে চলার প্রভাবে নিরাপদ সঞ্চয় হিসেবে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়তেই থাকবে। তার জেরে সোনার চাহিদা এহবং দামে বড়সড় পতনের সম্ভাবনা নেই। সোমবার ভারতে সভরেন গোল্ড বন্ডের চতুর্থ কিস্তি বাজারে ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক। ইস্যুর দাম প্রতি গ্রামে যাচ্ছে ৪,৮৫২ টাকা। অনলাইনে বন্ড কিনলে ছাড় পাওয়া যাবে প্রতি গ্রামে ৫০ টাকা।