তিন দিন নিম্নমুখী থাকার পরে সোমবার ভারতীয় বাজারে ফের উঠল সোনার দাম। এ দিন এমসিএক্স সূচকে ০.২৫% বৃদ্ধির ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,৮০৫ টাকা। গত দিন সূচকে ০.১% পতন হয় সোনার দামে। তাকর আগে গত ৭ অগস্ট রেকর্ড উত্থানের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৫৬,২০০ টাকা। বর্তমান দাম তার চেয়ে ৫,০০০ টাকার চেয়েও কম যাচ্ছে। পাশাপাশি, এ দিন সূচকে ১.৩% বৃদ্ধিতে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৮.১২০ টাকা। আগের দিন সূচকে ০.৮% বেড়েছিল রুপোর দর। যদিও গত মাসের দরের তুলনায় কেজিতে ১০,০০০ টাকারও বেশি পিছিয়ে রয়েছে এই দাম।তবে ভারতে দোকানে সোনার গহনার ক্রেতার সংখ্যা এখনও নামমাত্র। খদ্দের টানতে তাই কারিগরি খরচে ছাড় দেওয়ার নীতি অনুসরণ করছেন বহু ব্যবসায়ী।আন্তর্জাতিক বাজারে সোমবার ডলারের মূল্যবৃদ্ধির জেরে সোনায় উত্থান দেখা গিয়েছে। স্পট গোল্ড সূচকে এ দিন ০.২% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৩৫.৫৩ ডলার। আর সূচকে ০.২% উত্থানের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৬.৮৪ ডলার। কোটাক সিকিওরিটিস সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে কোভিড রোগীর সংখ্যাবৃদ্ধি, একাধিক গুরুত্বপূর্ণ অর্থনীতি চাঙ্গা করার সরকারি প্যাকেজ এবং আমেরিকা-চিন কূটনৈতিক টানাপড়েনের জেরে সোনার বাজার চাঙ্গা রয়েছে। তবে মার্কিন শেয়ারবাজারের হাল কিছুটা ফেরার আভাস দেখা দেওয়ায় সোনার দামে এই ওঠাপড়া আপাতত লেদগেই থাকবে।