আন্তর্জাতিক বাজারের ট্রেন্ড অনুসরণ করে সোমবার ভারতে সোনা ও রুপোর দাম আরও কিছু বাড়ল। এমসিএক্স সূচকে এ দিন ০.৪৫% বৃদ্ধির ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫২,৪০৪ টাকা। পাশাপাশি, সূচকে ১.৫% উত্থানের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৬,৩০৯ টাকা।গত সপ্তাহে সোনার দাম পাঁচ দিনের বেশি প্রতি ১০ গ্রামে প্রায় ১,৫০০ টাকা বেড়েছিল। অন্য দিকে, রুপোর দরে সাপ্তাহিক উত্থান হয়েছিল কেজিতে প্রায় ৪,০০০ টাকা। আর গত অগস্ট মাসে রেকর্ড দর ছুঁয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকা। বিশ্ববাজারে এ দিন ডলারের দাম পড়তির দিকে থাকায় এবং মার্কিন রাজনৈতিক প্রেক্ষিতে রদবদলের জেরে আরও উদার অর্থনীতির আশায় সোনার দামে লক্ষ্যণীয় উত্থান দেখা গিয়েছে। স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৫৫.৭৬ ডলার। সূচকে ০.৫% বৃদ্ধির ফলে প্রতি আউন্স রুপোর দামযাচ্ছে ২৫.৭২ ডলার। আনন্দ রাঠি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্স সংস্থার গবেষক ও বিশ্লেষক জিগর ত্রিবেদির মতে, ‘আমেরিকার অর্থনৈতিক শ্লথগতি দূর করতে ইতিমধ্যেই পরিকল্পনা শুরুকরে দিয়েছে টিম বাইডেন। অর্থনীতি চাঙ্গা করতে ফেড-এর ভূমিকার দিকেও নজর রয়েছে বিনিয়োগকারীদের। মোটের উপর সদর্থক আবেগই দেখা যাচ্ছে।’সোনার দাম বৃদ্ধির জেরে বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে গত শুক্রবার মজুত সোনার পরিমাণ ০.৬৩% বেড়েসদাঁড়ায় ১,২৬০.৩০ টন।