শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১,৭৫০ ডলার ছাড়িয়ে গিয়েছে। সারা সপ্তাহের বিচারে যা প্রায় ২%&n𒈔bsp;উত্থান।
চলতি সপ্তাহের গোড়ায় আমেরিকার ফেডারেল রিজার্ভ-এর চেয়ারম্যান জেরোম পাওয়েল আগামী দিনে দুর্বল আর্থিক বৃদ্ধির বিষয়ে সতর্ক করার পরে আরও আর্থিক ভরতুকির আশঙ্কা দেꦅখা দিয়েছে। আর তার জেরেই😼 আশা জাগিয়েও প্রত্যাশিত উত্থান হয়নি সোনার দামে।
তা ছাড়া সোনার দাম ওঠানামায় প্রভাব ফেলছে আমে💮রিকা-চিন সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের অবনতি। এমনই মনে করছেন আনন্দ রাঠি শেয়ার্স সংস্থার বিশ্লেষক🌳 জিগর ত্রিবেদি।
করোনা সংক্রমণের জেরে বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি তীব্র ভাবে ব্যাহত হয়েছে। তার জেরে বেশির ভাগ উন্নত দেশের সরকার ও প্রধান ব্যাঙꦗ্কগুলি একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে সোনার চাহিদা ও দাম ⭕দুই-ই বাড়ার প্রবণতা দেখা দিয়েছে কারণ মুদ্রাস্ফীতি ও আর্থিক মন্দার মুখে সোনাতে বিনিয়োগ করাই নিরাপদ মনে করেন লগ্নিকারীরা।
বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহে এই সমস্ত উদ্যোগের সদর্থক ফল দেখা দেবে বাজারের গতি-প্রকৃতিতে। বিশেষ করে মনে রাখা দরকার, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দাম চড়ার সপক্ষে সওয়াল করেছেন। যার জেরে সোনার দাম𒉰 কমলে অবিল🌟ম্বে তাতে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে বলে তাঁদের পরামর্শ।