ভারতীয় বাজারে ছয় মাসের সর্বনিম্ন স্তরের কাছেই থাকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚল সোনা। তবে সামান্য বেড়েছে রুপোর দাম। মঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের☂ দাম ৪৯,৩৭৪ টাকায় ঠেকেছে। এক কিলোগ্রাম রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৭,০০৫ টাকা।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে বিশ্ব বাজারে সোনার দাম মোটামুটি অবিচল থেকেছে। এক আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ১,৬৭৬ ডলার। আগামিকাল মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের দু'দিনের নীতি সংক্রান্ত বৈঠক শেষ হবে। তাতে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে বলে জল্পনা চলছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সুদের হার ১☂০০ বেসিস পয়েন্টও বাড়তে পারে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপোর দাম কমেছে। এক আউন্স স্পট সিলভারের দাম ১৯.৫ ডলারে ঠেকেছে। কমেছে হিরের দামও।
মঙ্গলবার কলকাতার বাজার খোলার সময় সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া)
চলতি মাসেই একটা সময় কলকাতার বাজারে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ৫০,০০০ টাকার কাছে ঘোরাফেরা করছিল। সেখানে এখন ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম নেমে গিয়েছে ৪৮,০৫০ টাকায়। ১০ গ্রাম গয়না সোনার দাম ৪৭,৩৫০ টাকায় ঠেকেছে। ৫০,০০০ টাকার নীচে নেমে🃏 গিয়েছে ১০ গ্রাম পাকা সোনার দর। একইভাবে রুপোর দাম অনেকটা কম আছে। এক কিলোগ্রাম রুপোর দাম ৫৬,০০০ টাকার ঘরে আছে।
• ২৪ ক্যারা🏅ট, পাকা সোনা (১০ গ্রাম)- ৪৯,৯০০ টাকা।
• ২২ ক্যাܫর⛄াট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৭,৩৫০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়𝄹না (১০ গ্রাম)- ৪৮,০৫০ টাকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৫৬,৫০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৬,৬০০ টাকা।