প্লে স্টোর থেকে ১১টি অ্যাপ সরিয়ে দিল গুগল। এগুলিতে ভয়ানক ম্যালওয়্যার জোকার আছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৭ সাল থেকে এই অ্যাপগুলির ওপর নজরদারি করছিল গুগল। চেক পয়েন্ট রিসার্চাররা জোকার ম্যালওয়্যারেরে একটা নয়া সংস্করণ খুঁজে পেয়েছেন। এই ম্যালওয়্যারগুলি অনেক বৈধ অ্যাপের মধ্যেও পাওয়া গিয়েছে। হ্যাকাররা গুগল প্লে-এর প্রতিরোধ ক্ষমতাকে ভঙ্গ করে অ্যাপের মধ্যে এই জোকার ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছিলেন। যখনই কেউ এই অ্যাপ ডাউনলোড করেছেন, নিজের থেকে এগুলি ফোনে ইনস্টল হয়ে যেত। গুগল প্লেের ১১ টি অ্যাপে এই ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। এগুলি গুগল এখন ডিলিট করে দিয়েছে গুগল। আপনাদের ফোনে এর মধ্যে কোনও অ্যাপ ডাউনলোড করা থাকলে সেটিকে ডিলিট করে ফেলুন। পুরো চালিকাটি দেখুন-com.imagecompress.androidcom.contact.withme.textscom.hmvoice.friendsmscom.relax.relaxation.androidsmscom.cheery.message.sendsms com.peason.lovinglovemessagecom.file.recovefilescom.LPlocker.lockappscom.remindme.alramcom.training.memorygameচেক পয়েন্ট জানিয়েছে যে গুগলের সিকিউরিটি ফিচার থাকলেও জোকার ম্যালওয়্যার বোঝা ধরা খুব শক্ত। তাই ফের ফিরে আসতে পারে এই ম্যালওয়্যার।