আর কয়েক মাসের অপেক্ষাতেই অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে বলে দাবি করা হয় সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে। উল্লেখ্য, ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। এরপর ১০ বছর অতিক্রান্ত হতে চলল। এই আবহে নয়া পে কমিশনের প্রয়োজন রয়েছে বলে দাবি উঠেছে। এই আবহে সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়, নভেম্বরেই অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসেই। নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক। (আরও পড়ুন: নয়া মাসে নয়া নিয়ম, SBI ক্রেডিট কার্ডে সারচার্জ ৩.৭৫%, ফেস্টিভ অফার♓ 🍰দিচ্ছে PNB)
আরও পড়ুন: জন্ম শিলংয়ে, পডꦦ়াশোনা নরেন্দ্রপুরে, মোদীর উপদেষ্টা বিবেক দেবরায় কে ছিলেন?
আরও পড়ুন: কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার কিনতে অনেকেরই ১৯.৫৭ টাকা বেশি খরচ হচ্ছ🏅ে?
উল্লেখ্য, এই জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। এই আবহে দাবি করা হচ্ছে, বৈঠকে ঐকমত্য হলে আগামী বছর বাজেটেই ঘোষণা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে। প্রসঙ্গত, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতেই ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। বদলে ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল। (আরও পড়ুন: ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার নিয়ম বদল আজ থেকে, আর আগেই যাঁরা কেটেছিলেন.ꦑ.💧.)
উল্লেখ্য, দেশে প্রথম বেতন কমিশন গঠিত হয়েছিল ১৯৪৬ সালে। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বেতন কমিশনে বলা হয়েছিল, বেতন বৃদ্ধি স্থায়ী কোনও ব্যবস্থা কার্যকর করা হোক। আর সপ্তম বেতন কমিশনে সুপারিশ করা হয়েছিল, বেতন বৃদ্ধির জন্যে ১০ বছর অপেক্ষার কোনও প্রয়োজন নেই। আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর ভাই তথা BJP বিধায়🤪ক প্রয়াত, 'বন্ধু' হারিয়ে আবেগঘন পোস্ট ওমরের
কর্মী সংগঠগুলি দাবি করছে, গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ, দ্বিগুণের কিছুটা কম বাড়তে পারে মাসিক মূল বেতন। পাশাপাশি এই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও বিভিন্ন সব ভাতাও। এর আগে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে ৩ শতাংশ। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একಞটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে তিন শতাংশ হারে। এই আবহে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এর আগে ডিএ ৫০ শতাংশের গণ্ডি ছোঁয়ার পরই এক লাফে টিএ, এইচআরএ সহ একাধিক ভাতা বৃদ্ধি পেয়েছিল।