আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভারতের দরজা পুনরায় খুলতে উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। গত কয়েক সপ্তাহজুড়ে মোটামুটি করোনা স্থিতিশীল রয়েছে। সেই কဣারণেꦗই এই ভাবনা।|#+|
ওয়াকিবহাল মহল সূত্রে খবর, আগামী ১০ দিনের মধ্যেই এ বিষয়ে সরকারি ঘোষণা হতে পারে।&nbs🌱p;করোনার প্রথম ওয়েভের পর থেকে গত দেড় বছর ধরে বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া হয়নি। করোনা সংক্রমণের আশঙ্কা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা প্রদান করা। এদিকে ভারতের পর্যটনের একটা বড় অংশ বিদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। করোনা পরিস্থিতিতে ভীষণই ক্ষতিগ্রস্ত♏ হয়েছে সেই ক্ষেত্র।
সম্প্রতি গোয়ার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ে তিনি বলেন, 'আসন্ন মরশুমে আগের মত🐼োই পর্যটন আবার শুরু হতে পারে। আমরা বিদেশি পর্যটকদের গোয়ায় আসার অনুমতি দেওয়ার পরিকল্পনা করছি। এটা তখনই সম্ভব হবে, যখন আমরা করোনা সতর্কতাকে সম্পূর্ণ মেনে চলব। এটা আমাদের কর্তব্য।' প্রথম পাঁচ লাখ ভিসা আবেদনকারীকে বিনামূল্যে ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে দ্রুত দেশের পর্যটন ক্ষেত্র চাঙ্গা হবে 📖বলে আশা করা হচ্ছে।