চালান নিয়ে বচসার জেরে তুলকালাম কাণ্ড ঘটল। পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে ধরে বেধড়ক মারধর করলেন এক দল আইনজীবী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। আক্রান্ত সাব꧙ ইন্সপেক্টরের নাম দুর্গেশ সিং। এই ঘটনার একটি ভিডিয়ো সোജশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। কী কারণে এমন ঘটনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও পড়ুন: চাকরি চেয়ে স্টিল কারখানা🐽র সামনে বিক্ষোভ, রঘুনাথপুরে আহত IC সহ একাধিক পুলিশ
মামলার তদন্তকারী পুলিশ অফিসার জানান, আক্রান্ত সাব ইন্সপেক্টর কালেক্টরেট পুলিশ ফাঁড়িতে কর্মরত। একজন আইনজীবীকে তিনি একটি নিষিদ্ধ চালান জারি করেছিলেন। অভিযোগ, এর জের ধরে আইনজীবী ও সাব ইন্সপেক্টরের মধ্যে বচসা বাঁধে। ক্রমেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। তখন বেশ কয়েকজন আইনজীবী মিলে ওই সাব ইন্সপেক্টরকে কিল ঘুষি মারতে শুরু করেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে একদল আইনজীবী উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় একজন সাব-ইন্সপেক্টরকে আক্রমণ করছেন। জানা যায়, ঘটনাটি ঘটেছে স্থানীয় তহসিল অফিসে। সেখানে একদল আইনজীবী পুলিশ ইন্সপেক্টর দুর্গেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন। তবে আইনজীবীরা সেখানে দুর্গেশ সিংকে দেখতে পেলে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁকে সামনে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীꦕরা। এরপর তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।