পেনসিল শার্পনার, তরল গুড় ও কয়েকটি ট্র্যাকিং ডিভাইসে জিএসটি কমিয়ে দিল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে ‘রাব’-র মতো যে তরল গুড় পাওয়া যায়, তার উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে শূন্য বা পাঁচ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, পেনসিল শার্পনারের জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হচ্ছে বলে জানান কেন্দ্র♓ীয় অর্থমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বার্ষিক জিএসটি রিটার্নের ক্ষেত্রে যে জরিমানা গুনতে হত, তাতেও ছাড় দেওয়া হচ্ছে।
শনিবার নয়াদিল্লিতে জিএসটি পরিষদে꧒র ৪৯ তম বৈঠক হয়। বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘রাব হল একধরনের তরল গুড়। যা উত্তরপ্রদেশ এবং অন্যান্য গুড় উৎপাদনকারী রাজ্যে অত্যন্ত পরিচিত। আমরা রাবের ক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ বা পাঁচ শতাংশ করা হয়েছ💦ে। যদি গুড় খোলা বাজারে পাওয়া যায়, তাহলে কোনও জিএসটি ধার্য করা হবে না। যদি ওই রাব আগে থেকে প্যাকেটজাত হয় এবং দামের লেবেল থাকে, তাহলে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হবে।’
সেইসঙ্গে পেনসিল শার্পনার এবং শর্তসাপেক্ষে কয়েকটি ট্র্যাকিং ডিভাইসের উপর থেকেও জিএসটি কমানো হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি পরিষদেꦓর বৈঠকের পর সীতারামন বলেন, ‘পেনসিল শার্পনারের উপর থেকে জিএসটি ১৮ শতাংশ কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে কয়েকটি শর্তের ভিত্ত💜িতে টেকসই কন্টেনারে লাগানো ট্র্যাকিং ডিভাইস বা ডেটা লগারের (একধরনের ইলেকট্রনিক ডিভাইস, যা দীর্ঘদিন ধরে রেকর্ড করে) উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে।’
পানমশালা শিল্পের করফাঁকির রিপোর্ট
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ꧂পানমশালা এবং গুটখা শিল্পের যে করফাঁকি খতিয়ে দেখার বিষয়টির জন্য গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্🌳যাপ্লিলেট ট্রাইবুনালকে ময়দানে নামানো হয়েছে।
জিএসটি বাবদ বকেয়া
আজ পর্যন্ত জিএসটি বাবদ যা বকেয়া আছে, সেটার পুরোটা মিটিয়ে দেওয়া হবে। জুনের জন্য 💜যে ১৬,৯৮২ কোটি টাকা বকেয়া আছে, সেটা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েไছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )