পড়ুয়া বা পরীক্ষা প্রক্রিয়ায় জড়িত কর্মীদের বাড়ি কনটেনমেন্ট জোনে? তাহলে তাঁদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা সংক্রান্ত সংশোধিত নির্দেশিকায় একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।একনজরে দেখে নিন পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা -১) যে পরীক্ষাকেন্দ্রগুলি কনটেনমেন্ট জোনের বাইরে, শুধুমাত্র সেগুলিই চালু থাকবে।২) যে পড়ুয়া বা কর্মীরা কনটেনমেন্ট জোনের মধ্যে থাকেন, তাঁদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ওই পড়ুয়াদের অন্যভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে। অথবা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা এজেন্সি সেই বিষয়ে সঠিক পদক্ষেপ করতে পারবে।৩) কোনও একদিনে পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত ভিড় এড়াতে ধাপে ধাপে পরীক্ষা নেওয়া যেতে পারে।৪) যতটা সম্ভব ছ'ফুট দূরত্ব বিধি মেনে চলতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে যাতে নির্ধারিত দূরত্ব থাকে, সেজন্য রুমে পর্যাপ্ত জায়গা থাকতে হবে। ৫) ফেস কভার বা মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। হাত নোংরা না হলেও মাঝেমধ্যেই সাবান দিয়ে হাত ধুতে হবে (৪০-৬০ সেকেন্ড)। যেখানে সম্ভব হবে, সেখানে অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।৬) প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাকে পরীক্ষার্থী এবং কর্মীদের জন্য পর্যাপ্ত মাস্কস, ফেস কভার, হ্যান্ড স্য়ানিটাইজার, সাবান-সহ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের বন্দোবস্ত করতে হবে।