বাংলা নিউজ > ঘরে বাইরে > Gyanvapi Mosque Carbon Dating: জ্ঞানবাপীর 'শিবলিঙ্গ'র কার্বন ডেটিং সম্ভব? জবাব দিতে ASI-কে ৮ সপ্তাহ সময় দিল HC
জ্ঞানবাপী মসজিদের অজুখানায় 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং সম্ভব কি না তা জানাতে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়াকে আট সপ্তাহ সময় দিল এলাহাবাদ হাই কোর্ট। এদিন এএসআই-এর আইনজীবী হাই কোর্টকে জানান, 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণে কার্বন ডেটিং সম্ভব কি না, তা জানাতে বিশেষজ্ঞদের আরও কিছুটা সময় লাগবে। এই আবহে জবাব দিতে এএসআই-কে ৮ সপ্তাহ সময় মঞ্জুর করেন বিচারপতি জেজে মুনির। এই মামলার আগামী শুনানি ২০ মার্চ এই। প্রসঙ্গত, জ্ঞানবাপীর অজুখানায় এক পাথরকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করে মসজিদে মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে মামলা করা হয়েছিল বারাণসী আদালতে। এই আবহে 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণের বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। (আরও পড়ুন: 'এটা পাবলিসিটি ইন্💦টারেস্ট লিটিগেশন?' বিহারের জাতিগত জনগণনা নিয়ে মামলা শু🍷নল না SC)