বাংলা নিউজ > ঘরে বাইরে > Gyanvapi Mosque Shivling: ‘শিবলিঙ্গ পাওয়া নিয়ে বিভ্রান্তি…’, কাশীর জ্ঞানবাপী মসজিদ সিলের বিরোধিতায় দায়ের হবে মামলা
শিবলিঙ্গ মিলেছে উঠেছিল দাবি। এরপরই আজ কাশীর জ্ঞানবাপী মসজিদ সেই স্থান সিল করা হয়েছিল, যেখান থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল। এবার উত্তরপ্রদেশের বারাণসীতে জ্ঞানভাপী মসজিদ পরিচালনাকারী আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির একজন উকিল সোমবার বলেছেন যে 'শিবলিঙ্গ' সম্পর্কে আবেদনকারীদের দাবি বিভ্রান্তিকর। ওজুখানায় কোনও শিবলিঙ্গ নেই বলে দাবি করেন রইস আহমেদ আনসারি। তিনি বলেন, ‘জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় শুধু একটি ঝর্ণা রয়েছে। যে কাঠামোটিকে আবেদনকারীরা শিবলিঙ্গ বলে দাবি করছেন সেটি একটি ঝর্ণা। এটি একটি বিভ্রান্তিকর দাবি।’ (আরও পড়ুন: নদ📖ীর তীরে তাজমহলের ⭕ভূগর্ভস্থ কক্ষগুলিতে লুকিয়ে কোন রহস্য? প্রকাশ্যে ছবি)