এইচ১-বি ভিসা নিয়ে নয়া নীতি কার্যকর করার পরিকল্পনা করছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরকালেই এই খবর প্রকাশ্য এল। ভিসা নীতি বদলের ফলে দক্ষ ভারতীয়দের আমেরিকায় বসবাস আরও সহজ হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী, কর্মদক্ষ ভিনদেশি নাগরিকরা যাতে নির্ঝঞ্ঝাটে আমেরিকায় থাকতে পারেন, তার জন্য এইচ-১বি ভিসার নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। মূলত ভারতীয় দক্ষ কর্মীদের আমেরিকায় কাজের সুযোগ ও থাকার সুবিধার জন্যই সে দেশের ভিসা নীতিতে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে বলে দাবি করা হয়েছে সংবাদসংস্থার রিপোর্ট। এই কারণেই মﷺোদীর সফরকালে এই সংক্রান্ত ঘোষণাও করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নয়া নীতি অনুযায়ী, আমেরিকায় থাকা অবস্থাতেই এইচ১-বি ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন কর্মদক্ষ ভিনদেশি নাগরিকরা। উল্লেখ্য, গত ২০২২ সালে মোট ৪ লাখ ৪২ হাজার এই১-বি ভিসা ইস্যু করেছিল আমেরিকা। তার মধ্যে ৭৩ শতাংশ দেওয়া হয়েছিল ভারতীয়দের। এই আবহে এই নয়া নীতির ফলে আমেরিকায় বসবাসরত ভারতীয়রা উপকৃত হবেন। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে এই নীতি পরীক্ষামূলক ভাবে চালু করা হবে। অল্প সংখ্যক ভারতীয় ও অন্যান্য দেশের নাগরি𝓰কদের এই নীতির অধীনে ভিসার মেয়াদ বৃদ্ধির সুযোগ দেওয়া হবে। যদি এতে সাড়া মেলে এবং এটি সফল হয়, তবে দীর্ঘমেয়াদে এই নীতি কার্যকর করা হবে। তবে নির্দিষ্ট কোন ধরনের ভিসাধারকদের এই প্রকল্পের অধীনে আনা হবে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। তবে মোদীর সফরকালে আমেরিকার এই ভিসা নীতি বদল ভারতের জন্য বড় কূটনৈতিক জয় বলে দেখছেন অনেক বিশ্লেষকই।
প্রতি বছরই মার্কিন প্রশাসনের তরফে বিভিন্ন সংস্থাকে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। এই আবহে অন্য দেশ থেকে তারা দক্ষ কর্মী আমেরিকায় নিয়োগ করতে পারে। পাশাপাশি আরও ২০ হাজার ভিস𓄧া দেওয়া হয় বেশি ডিগ্রি ধারক কর্মীদের। প্রতিটি ভিসার মেয়াদ তিন বছর এবং তা পরে আরও তিন বছরের জন্য রিনিউ করা যায়। সাম্প্রতিক বছরে সবথেকে বেশি সংখ্যক এইচ১বি ভিস👍া ব্যবহার করে আমেরিকায় কর্মী নিয়োগ করেছে ইনফোসিস, টিসিএস, অ্যামজন, মেটা, অ্যালফাবেট (গুগল-এর মালিক)।