গত মঙ্গলবার হাথরাসে ভোলে বাবা ওরফে সুরজপাল সিং-এর ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১২১ জনের মর্মান্তিক মৃত্যু ঘট🦄ে। ঘটনার তদন্তে গঠিত বিচারবিভাগীয় কꦆমিশন প্রথমবার স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি রেকর্ড করেছে। ৩৪ জন ব্যক্তির মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভোলে বাবার নির্দেশে সমাবেশ শেষে তাঁর পায়ের মাটি সংগ্রহ করতে গিয়ে এই ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।
হাথরাসের বাসিন্দা দেব চৌধুরী ༒বলেন, ‘বাবা যখন ভক্তদের পায়ের মাটি সংগ্রহ করতে বললেন, তখনই পদপিষ্ট হওয়া শুরু হয়। নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের অনুপস্থিতি ছিল স্পষ্ট। মাইক্রোফোনে বাবা অনুরোধ করলে হয়তো পরিস্থিতি এতটা ভয়াবহ হত না।’
অন্যান্য প্রত্যক্ষদর্শীরা 'সেবাদার'দের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা ভক্তদের সরিয়ে ভোলে বাবার কনভয়ের রাস্তা পরিষ্কার করছিল। অন্য এক প্রত্যক্ষদর্শী ব্রিজবিহারী কৌশিক বলেন, ‘যথেষ্ট পুলিশ বাহিনী না থাকার ফলে মৃত্যুর সংখ্যা এত বেশি হয়েছে𝐆।’ তবে বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা নিয়েও আযোজকদের একহাত নেন তিনি।
আরও পড়ুন। মোদীর চালে বড় কূটনৈতিক জয় ভারতের, রুশ সে𒊎নায় নিযুক্ত ভারতীয়দের দেশে ফেরাবেন পুতিন
অবসরপ্রাপ্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে গঠ🔜িত কমিশনটি প্রত্যক্ষদর্শীদের বিবৃতি গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁরা ঘটনাস্থলে উপস্থিতি, ঘটনার ক্রম এবং আহত ও মৃতদের হাসপাতালের পরিষেবা, এ সবই তাঁরা পর♛ীক্ষা করে দেখছেন। প্রশাসন ও পুলিশের ভূমিকা পর্যালোচনা করে এবং অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন।