ভারতে এ পর্যন্ত যত কোভিড পরীক্ষা হয়েছে, তার প্রায় অর্ধেকই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রক্রিয়ায় করা হয়েছে। সা🌳ম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ১২ কোটি নমুনার প্রায় ৪৯% এই প্রক্রিয়ায় পরীক্ষা করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘দেশে প্রায় ১২ কোটি নমুনা 𝐆এ যাবৎ পরীক্ষা করা হয়েছে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে ৪৬% পরীক্ষা RT-PCR পদ্ধতিতে হয়েছে ৪৯% র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রক্রিয়ায় করা হয়েছে এবং ৫% পরীক্ষা করা হয়েছে CB NAAT ও TRUE NAAT প্রক্রিয়ায়।’
উল্লেখ্য CB NAAT ও TRUE NAAT মূলত টিউবারকিউলোসিস সংক্রমণ পরীক্ষায় ব্যবহার করা হয় এবং বর্তমান কোভিড সংক্রমণ পরীক্ষা করতে এই♌ব দুই পদ্ধতি অনুমোদন করেছে আইসিএমআর। তবে কোভিড নেগেটিভ পরীক্ষা করতে এই দুই পদ্ধতি এখনও নিখুঁত নয় বলে RT-PCR ও র্যাপিড অ্যান্টিজেন টেস🀅্ট প্রক্রিয়ায় পরীক্ষা আবশ্যিক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
Covid-ꦓ19 পরীক্ষার ক্ষেত্রে RT-PCR পদ্ধতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও নিখুঁত হিসেবে গণ্য করা হয়। মন্ত্রক। এ ছাড়া দ্রুত পরীক্ষার সুবিধার কারণেও র্যাপিড অ্যান্টিজেন টেস্টর উপরে ভরসা বেড়েছে স্💫বাস্থ্য মন্ত্রকের।
ভারতে কোভিড পরীক্ষা 🍰করার জন্য ইতিমধ্যে দেশের ২ হাজারের বেশি পরীক্ষাগারকে নির্দিষ্ট করেছে মন্ত্রক।