ইজরায়েলের ওপর হামাসের হামলার পরই গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলে প্রতিআক্রমণের ছক কষেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এই আবহে ইজরায়েলি সেনার রিজার্ভে থাকা ৩ লাখ কর্মীকে সার্ভিসে যোগ দিতে বলা হয়েছে। এই আবহে পালটা হুমকি দিল হামাস। প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠনের হুঁশিয়ারি, গাজায় যদি হামলা চালানো হয়, তাহলে অপহৃত ইজরায়েলিদের একে একে খুন করা হবে। তবে হামাসের এই হুঁশিয়ারিতে ইজরায়েলি সেনার জবাবি হামলা থামবে কি না, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কারণ ইজরায়েলি প্রধানমন্ত্রী কড়া ভাষায় হামাসকে খতম করার বার্তা দিয়েছেন। (আরও পড়ুন: ইজরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚায়েলে আছেন ১৮০০০ ভারতীয়, দূতাবাসে জমা পড়ছে দেশে ফেরানোর আর্জি)
উল্লেখ্য, সুপরিকল্পিত ভাবে গত ৭ অক্টোবর আচমকাই ইজরায়েলের দক্ষিণে অনুপ্রবেশ করেছিল হামাসের যোদ্ধারা। ইজরায়েলের মাটিতে তাণ্ডব চালাচ্ছে তারা। খুন, অপহরণ থেকে শুরু করে অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে। এই আবহে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। চলমান সং𝓀ঘাতের মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল হুঁশিয়ারি দেন, 'হামসকে ইজরায়েল যে জবাব দেবে, তাতে গোটা মধ্যপ্রাচ্য বদলে যাবে।' উল্লেখ্য, ইজরায়েলের বেশিরভাগ সেনাই ওয়েস্ট ব্যাঙ্কে মোতায়েন থাকত এতকাল। এই সুযোগে ইজরায়েলের দক্ষিণ দিকে আচমকাই হামলা চালায় হামাস। আর সেই হামলায় মারা যাচ্ছে শত শত সাধারণ মানুষ। এই আবহে বেঞ্জামিনের হুঁশিয়ারি, 'যুদ্ধ ইজরায়েল শুরু করেনি। তবে যুদ্ধ শেষ করব আমরাই।'
আরও পড়ুন: প্য♛ালেস্তাইনকে সমর্থন কংগ্রেসের, 'সংখ্যালঘু তোষণের রাজনীতি', পালটা তোপ💖 বিজেপির
এদিকে জানা গিয়েছে, ইরান সমর্থিত লেবাননের জঙ্গি সংগঠন হজবোল্লা সাহায্য করছে হামাস জঙ্গিদের। লেবানন থেকে ইজরায়েলে হামলা চালিয়েছে হেজবোল্লাও। এই আবহে বেঞ্জামিনের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য নিয়ে। হামাসকে তিনি আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করেন। এদিকে ব্রিটেন, আমেরিকার মতো দেশগুলি ইজরায়েলকে সমর্থনের কথা জাꩵনিয়েছে। মার্কিন রণতরী ইজরায়েলের দিকে এগোচ্ছে বলে রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, হামাস ও ইজরায়েলের মধ্যে শান্তি ফেরাতে মধ্যস্থতার চেষ্টা করছে কাতার। উল্লেখ্য, সাম্প্রতিককালে মার্কিন হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যের বহু দেশই ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে নজর দিয়েছে। তবে হামাসের এই হামলা এবং ইজরায়েলের পালটা হামলা এই গোটা পরিস্থিতি বদলে ফেলতে পারে। এই আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে গতরাতে পোস্ট করা হয়, 'হামাস বুঝতে পারবে যে ইজরায়েলের ওপর হামলা চালিয়েܫ তারা ঐতিহাসিক ভুল করেছে। তাদের এর এমন দাম দিতে হবে যে তারা এবং ইজরায়েলের শত্রুরা তা আগামী কয়েক দশক মনে রাখবে।'