ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র 🌳নারায়ণ ত্যাগীর পর এবার হরিদ্বার ধর্ম সংসদ কাণ্ডে গ্রেফতার করা হল যতি নরসিংহানন্দ গিরিকে। গাজিয়াবাদে দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরি। তাঁর উদ্যোগেই গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল। সেখানে মুসলিম সম্প্রদায় এবং মহিলাদের বিরুদ্ধে প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করা হয়েছিল যা নিয়ে ঝড় উঠেছিল দেশজুড়ে। তারপর থেকেই নরসংহানন্দের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি উঠে আসছিল। বহু প্রাক্তন সেনা আধিকারিক এই নিয়ে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে চিঠিও লিখেছিলেন। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়। আর এরপরই পরপর এই মামলায় দু’টি গ্রেফতারি করল পুলিশ।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে হরিদ্বারে নরসিংহানন্দের ধর্নাস্থলে পৌঁছায় উত্তরাখণ্ড পুলিশ। সেখান থেকেই তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ৷ হরিদ্বার শহরের এসপি স্বতন্ত্র কুমার নিশ্চিত করে জানান যে নরসিংহানন্দকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২-৩টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের রুরকি থেকে ওয়াসিম রিজ়ভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে প্রথম গ্রেফতার কর꧅ে পুলিশ৷
উল্লেখ্য, হরিদ্বার ধর্ম সংসদে বিদ্বেষমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য ১০ জন🔴ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা 🃏হয়েছে৷ গত ১২ জানুয়ারি উত্তরাখণ্ড সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট৷ আদালতের তরফে ১০ দিনের মধ্যে উত্তরাখণ্ডের জবাব তলব করা হয়৷ তারপরেই উত্তরাখণ্ড পুলিশ পরপর গ্রেফতার করছে অভিযুক্তদের৷