সোমবার গভীর রাতে হিসার থেকে সিরসা যাওয়ার সময় হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালার গাড়ি হরিয়ানার আগরোহার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তায় ঘন কুয়াশার কারণে তাঁর কনভয়ের একটি গাড়ির সংঘর্ষ বাঁধে পুলিশের গাড়ির সাথে। উপমুখ্যমন্ত্রী অক্ষত অবস্থায় থাকলেও একজন পুলিশ অফিসার আহত হয়েছেন এই দুর্ঘটনায়। একজন আধিকারিক বলেছেন যে পুলিশের একটি বোলেরোর সাথে উপমুখ্যমন্ত্রীর কনভয়ে🌳র একটি গাড়ির সংঘর্ষ হয়েছিল। পুলিশের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘন কুয়াশার কারণেই পিছনে থারা কনভয় ধাক্কা মারে পুলিশের গাড়িতে।
এদিকে পৃথক এক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বীজ। সোমবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বীজ আম্বালা থেকে গুরুগ্রামে যাওয়ার সময় কুন্ডলি-মানেসার-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর সরকারি গাড়ির শকার ভেঙে পড়লে তিনি অল্পের জন্য রক্ষা পা💎ন। টুইটারে এই কথা তিনি নিজেই জানান। তিনি পরে টুইট করে জানান যে তাঁর মার্সিডিজ বেঞ্জ ৫২০০-এর শকার দুই টুকরো হয়ে গিয়েছে।
এদিকে কুয়াশার কারণে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকালে ডানকাউর এলাকায় একটি কনটেইনার গাড়ির সাথে বাসের সংঘর্ষে একজন নিহত এব💫ং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, উত্তর ভারতের বহু জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল আজ। আইএমডি জানায়, ভাতিন্ডা, অমৃতসর, গঙ্গানগর, পাতিয়ালা, দিল্লি (পালম) এবং লখনউয়ের বহু জায়গায় আজ ভোরে দৃশ𝓰্যমানতা ০-২৫ ছিল। কলকাতায় আজ ভোরে দৃশ্যমানতা ৫০০ ছিল।